শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
খেলাধুলা যুব সমাজ কে মাদক ও দুর্নীতি থেকে দূরে রাখে //প্রফেসর ডা.সরকার মাহবুব আহমেদ শামীম চাঁদপুর শহর খেলাফত মজলিসের মজলিসে শুরা অধিবেশন সম্পন্ন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্ত মতলব উত্তরে ধনাগোদা নদীতে গোসল করতে এসে এক শিশু নিখোঁজের ৬ ঘন্টাপর লাশ উদ্ধার বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ ১ আগস্ট প্রয়াত সাংবাদিক অজিত কুমার মুকুলের ৩৪ তম মৃত্যু বার্ষিকী  কচুয়ার আল বারাকা আইডিয়াল একাডেমী পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ  কচুয়ার মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির  সহ-সভাপতি পদে মাসুম বিল্লাহ নির্বাচিত  চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ তিন চোর আটক চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। পদ্মা হাসপাতালকে  ২০ হাজার টাকা  জরিমানা।

চাঁদপুরে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় চাঁদপুর সদরের ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
২৫ নভেম্বর সকালে সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ূম।
এ সময় তিনি বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান।
সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরো আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন তিনি।
তিনি বলেন, গ্রামপুলিশ-মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় অন্যতম ভূমিকা পালন করছে। হয়েছে পুলিশের সহযোগী। তবে তাদের নিয়ন্ত্রক স্থানীয় সরকার বিভাগ। বর্তমানে সারাদেশের প্রতিটি ইউনিয়নে ১০ জন করে সারাদেশে প্রায় ৪৭ হাজার গ্রামপুলিশ কর্মরত আছেন। প্রতি দশজনের মধ্যে একজন কমান্ডার। গ্রাম পুলিশের এই শক্তিকে উন্নত প্রশিক্ষণ দিয়ে আধুনিকায়ন সরকার উদ্যোগ নিয়েছেন।
একজন গ্রাম পুলিশ দিনে ও রাতে ইউনিয়নে পাহাড়া ও টহলদারী করেন। অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করেন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করেন।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনলাইনে যুক্ত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, ডিডিএলজি মো: গোলাম জাকারিয়া।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ: সরকার গ্রাম পুলিশ সদস্যদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ আয়োজন করেছে। সারা দেশের ন্যায় প্রথম পর্যায়ে চাঁদপুর সদর উপজেলায় ১৪ টি ইউনিয়নের ১১১ জন গ্রাম পুলিশ সদস্যদের থেকে ৪০ জনকে আবাসিক প্রশিক্ষণ প্রদান করবে। মাসব্যাপী এই আবাসন প্রশিক্ষণ চলবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com