রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর  হামলায় কিশোরের মর্মান্তিক মৃত্যু// লেকের পানি থেকে উদ্ধার  সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান মতলবে ৫ সন্তানের জননী কে হত্যা // সেপটি ট্যাংকি  থেকে লাশ উদ্ধার // ঘাতক স্বামী পলাতক  মতলব উত্তরে বিভিন্ন স্থানে পথসভায়  ইনসাফ ও ন্যায়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে : বিএনপি নেতা অধ্যাপক তানভীর হুদা মতলব উত্তরে তিন হাজার একর কৃষিজমি রক্ষায় এলাকাবাসীর প্রতিবাদ সভা অস্থিরতা ও সহিংসতা প্রতিরোধে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই — তোফায়েল আহমেদ মতলব উত্তরে পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করছে থানা পুলিশ চাঁদপুরে মসজিদে প্রবেশ করে খতিবকে কুপিয়ে রক্তাক্ত জখম ফরিদগঞ্জে বাগান থেকে তিন সন্তানের জনকে  মরদেহ উদ্ধার হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট ২৩২ পরীক্ষাথী, পাশ ২৩০ জন

মতলবে সরিষা ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে

সুমন আহমেদ :

ভোজ্যতেলের দাম বাড়ার ফলে দিন দিন বাড়ছে সরিষার তেলের চাহিদা। একই সঙ্গে দাম ভালো পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। এছাড়া স্বল্প সময়ে চাষযোগ্য, উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় সাথী ফসল হিসেবে জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাওয়ার স্বপ্ন দেখছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে এ উপজেলার ১টি পৌরসভা এবং ১৪টি ইউনিয়নে বারি-১৪ ও বারি -১৭, টরি-৭, বিনা-৪,  বিনা-৯ সহ বিভিন্ন জাতের প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ আরও বাড়তে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায়, উপজেলার প্রায় প্রতিটি এলাকাতেই কম বেশি সরিষার চাষ করা হয়েছে। উন্নত জাত ও দেশীয় জাতের রাই, চৈতা ও মাঘি সরিষার বীজ বপন করছেন কৃষকরা। তবে প্রচলিত দেশি সরিষার চেয়ে উন্নত জাতের বারি-১৪ ও বারি-১৭ ফলন বেশি হওয়ায় এ দুই জাতের সরিষা চাষে বেশি আগ্রহী বলে জানান কৃষকরা।

সাদুল্ল্যাপুর ইউনিয়নের জামালকান্দি গ্রামের কৃষাণী রহিমা বেগম জানান, আমার স্বামী  সিদ্দিক বেপারী কয়েক বছর আগে মারা গেছে। এখন পরিবারের উপার্জনকারী আমি। সংসার ও আমার বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামীর রেখে যাওয়া সম্পদ ও অন্যের জমি বর্গা নিয়ে বিভিন্ন ফসলের ক্ষেত করি। এ বছর আমি ধনাগোদা নদীর তীরে ২০ শতাংশ জমিতে সরিষার ক্ষেত করেছিল। আমার ক্ষেতের সরিষার ফুল ফুটেছে, আশা করছি অন্য বছরের তুলনায় এইবার ভালো ফলন হবে। তিনি আরও জানান, কৃষি অফিস থেকে যদি আমকে বীজ ও সার দিয়ে সাহায্য করে তা হলে আমার অনেকে উপকার হইত।

ছেংগারচর পৌরসভার কৃষক খোকন সরকার জানান, আমি উপজেলা কৃষি অফিসের সহায়তা ও পরামর্শে ৫০ শতাংশ জমিতে এবছর সরিষা আবাদ করেছি। আমার জমির সরিষা ক্ষেতে এখনো ফুল ফোটেনি। আশাকরি এ বছর ভালো ফলন হবে এবং লাভবান হব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী জানান, গত বছরের তুলনায় এবার মতলব উত্তরে সরিষা আবাদ বৃদ্ধি পেয়েছে। সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করার জন্য বিভিন্ন জাতের সরিষার ওপর ১০৩টি প্রদর্শনী ও ৬৫০ জন কৃষককে সরিষা চাষে সরকারি প্রণোদনা এবং বীজ সহায়তা দেওয়া হয়েছে ১৯৫ জন কৃষকে বীজ দেওয়া হয়েছে। সরিষার আবাদ বাড়াতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com