অপর দিকে একই দিন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/মোঃ মাহবুবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেনাবাহিনীর সহায়তায় ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা (দক্ষিণ) ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার দেনায়েতপুর বাজার মিছির আলী মোল্লা বাড়ির (পৌরসভার ৩ নং ওয়ার্ড)কিরণ হোসেন (৩৮) ও বাবনী গ্রামের মোঃ বাহার (২৮)কে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাকে আটক করেছে।
অপরদিকে ফরিদগঞ্জ থানার এএসআই (নিঃ)/ মোঃ জুমায়েত হোসেন জুয়েল সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জের খারখাদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে ১ বছর ৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী ও সাদ্দাম হোসেন তালুকদারকে আটক করেছে ।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ)/অনুপ কুমার দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ৪ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানার বাস স্ট্যান্ড এলাকা হতে ১ বছর ১ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী পশ্চিম বিষ্ণুদী এলাকার মোঃ রুবেল মাঝি ওরুপে ইতালী রুবেলকে আটক করেছে ।
আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।