বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি, শ্রেণী কার্যক্রম বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি  Эффект ранга на известность онлайн-казино Онлайн казино и самые популярные игры на деньги: где и во что рекомендуется участвовать Анализ онлайн-казино: регистрация, акции и денежные ставки ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

চাঁদপুরে সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয় এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ।

  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তালহা ফারুক ইসলাম সঞ্জয় পাটোয়ারী এর বিরুদ্ধে একই ইউনিয়নের বাখরপুর গ্রামের মৃত কামাল গাজী পুত্র রাজ মেস্তুরি মোঃ সপিকুর রহমান গাজী তার থেকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবীর বিষয়ে লিখিত অভিযোগ করেন এবং উক্ত অভিযোগের কপি জেলা প্রশাসক, চাঁদপুর, জেলা- পুলিশ সুপার চাঁদপুর বরাবর দাখিল করেন।

 

অভিযোগকারী রাজ মেস্তুরি মোঃ সপিকুর রহমান গাজী তার অভিযোগে বলেন তিনি দৈনিক হাজিরায় রাজ মেস্তুরি কাজ করিয়া কোন রকমে জীবীকা নির্বাহ করেন। বর্নিত ০১। তালহা ফারুক ইসলাম সঞ্জয় পাটোয়ারী, পিতা- মৃত মহি উদ্দিন পাটোয়ারী, সাং- বাখরপুর, পোঃ বাখরপুর, থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ০২। সুজন শেখ, পিতা- মৃত মহিম শেখ, সাং- দক্ষিন বালিয়া, পোঃ বাখরপুর, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর।

 

সহ আরো অজ্ঞাত নামা ১০/১২জন সন্ত্রাসীরা কাহারো কোন কথার তোয়াক্কা না করিয়া তাহাদের অপকর্ম অব্যাহত চলমান রাখিয়াছে। বর্নিত তালহা ফারুক ইসলাম সঞ্জয় পাটোয়ারী এলাকায় একজন প্রভাবশালী সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিতি। বর্নিত তালহা ফারুক ইসলাম সঞ্জয় পাটোয়ারী তার সন্ত্রাসী বাহিনী দ্বারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার মাধ্যমে এলাকার নিরিহ লোকজন থেকে বিভিন্ন কায়দায় চাঁদা আদায় করিয়া এলাকার সাধারন মানুষদেরকে হয়রানী ও ক্ষতিগ্রস্ত করিতেছে। তিনি তার অভিযোগে বলেন তালহা ফারুক ইসলাম সঞ্জয় পাটোয়ারী গং বিগত ২২/০২/২০২৫ইং তারিখ সকাল ১০.০০টায় আমার কাছ থেকে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবীর জন্য গিয়া আমাকে না পাইয়া তাহার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার খরিদকৃত মালিকানাধীন বাখরপুর মৌজার বিএস ৮২৩নং খতিয়ানের বিএস ৫১৪৩দাগের .০৫৯৮ বাড়ী সহ আমার ওয়ারিশান সম্পত্তি জোর পুর্বক বেদখল করার চেষ্টা করিলে এলাকাবাসীর বাধার কারনে ব্যর্থ হ্য়।

বিগত ১১/০৪/২০২৫ইং তারিখ রোজ শুক্রবার রাত্র আনুমানিক ৯.৩০ ঘটিকার সময় বর্ণিত তালহা ফারুক ইসলাম সঞ্জয় পাটোয়ারী গং বর্নিত সুজন শেখ, পিতা- মৃত মহিম শেখ, সাং- দক্ষিন বালিয়া, পোঃ বাখরপুর, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর। সহ আরো অজ্ঞাত নামা ১০/১২জন সন্ত্রাসী পাঠাইয়া আমার সহোদর ভাই রফিকুল ইসলাম খোকন(৪৫), পিতা- মৃত কামাল গাজী, মাতা- আমেনা বেগম, সাং- বাখরপুর, পোঃ বাখরপুর, থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর কে বাড়ি হইতে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে আমার সহোদর ভাই রফিকুল ইসলাম খোকন কে জিম্মি করিয়া মারধর করে এবং আমার কাছে লোক পাঠিয়ে উক্ত ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। উক্ত চাঁদা না দিলে আমাকে ও আমার ভাই সহ পরিবারের সদস্যদেরকে হত্যা করে লাশ নদীতে ভাসাইয়া দিবে এবং আমার সমস্ত সম্পত্তি জোরপূর্বক দখল করিয়া নিবে বলিয়া মারাত্মক ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আমি ভয়ে আমার ঘরে থাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, আমার এবং আমার ভাইয়ের স্ত্রী ও কন্যা সন্তানদের ব্যবহৃত ২ভরি ওজনের স্বর্নালংকার দিলে উক্ত জিম্মি অবস্থা থেকে রাত ১১.০০ ঘটিকায় আমার ভাইকে ছাড়িয়া দিলে আমার ভাই রফিকুল ইসলাম খোকন জীবনে রক্ষা পায়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com