চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমানের দিকনির্দেশনায় চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেনের সার্বিক তত্বাবধানে নৌ পুলিশ সদস্যরা মার্চ এপ্রিল দু মাস দিবা রাত্রী নদীতে টহল জোরদার করে অভিযান পরিচালনা করে। এসময় ১৬ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ২১০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। একই সাথে ৩ হাজার ৪৫৭ কেজি জাটকা ও ২৫৫ টি নৌ যা জব্দ করে। ১৮৪ টি মামলায় ৪০১ জনকে আটক করা হয়। এর মাঝে ৬ মোবাইল করানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল হোসেন বলেন, চাঁদপুর নদী সীমানায় সকল ধরনের অপরাধ দমনে চাঁদপুর নৌ থানার পুলিশ সদস্যরা সব সময় সজাগ রয়েছে। নদীতে দস্যুতা, ডাকাতি, চোরাচালান প্রতিরোধ, জাটকা রক্ষা, মা ইলিশ রক্ষা এমন কি মাদক পাচার রোধে কাজ করে যাচ্ছে। এসব বিষয় দূরীকরণে সব সময় অভিযান অব্যহত রেখেছে।