শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর ফরিদগঞ্জ ধানুয়া বাজার এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তার প্রাণ যায়। মোটরসাইকেল আরোহী দুইজন ও বাইসাইকেলের অপর একজন গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
চাঁদপুর ফরিদগঞ্জ আঞ্চলিক সড়কের ধানুয়া বাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণ যাওয়ায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া সুমন বেপারী ফরিদগঞ্জ ধানুয়া মধ্য চাঁদপুর গ্রামের শহীদুল্লাহ বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী নাসির বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের চালক সুমনের গায়ের উপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলে সুমন প্রাণ হারালে আহত অবস্থায় মোটরসাইকেল চালক নাসির আরোহী রাতুল হাসান ও হাবু মিজিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এভাবে মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটছে।