পরে স্থানীয় জনতা পুলিশের সাথে একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে কিশোর অপরাধীরা পালিয়ে যায়। চাঁদপুর শহরে ২৩মে ছায়াবাণী মোড় রেললাইনের পাশে ঘটে এ ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর শহরস্থ ছায়াবাণী মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের অবস্থানের সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫ জন অজ্ঞাত কিশোরকে আটক করা হয়।
তাৎক্ষণিক অপরাপরাধী কিশোর সদস্যরা পুলিশের উপর চড়াও হয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায় এবং রেললাইন হতে পাথর নিক্ষেপ করে। পুলিশের উপর হামলা দেখে স্থানীয় লোকজন কিশোর গ্যাং সদস্যদের ধাওয়া করলে তারা ওই এলাকা থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর কিশোর অপরাধীদের ধরতে থানা পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। পরিস্হিতি স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।