চাঁদপুর শহরের ব্যস্ততম সরকারি প্রাথমিক বিদ্যালয় হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। চারপাশে ভিড়, দোকান পাট , ঠিক সেখানেই দাঁড়িয়ে ছিল তরপুচন্ডী এলাকার মৃত সোবান বেপারীর ছেলে মোবারক বেপারী।
নিজেকে আত্মীয়ের পরিচয় দিয়ে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশুটিকে বলে, সে নাকি তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেবে। শিশুটি বিশ্বাস করে ভরসা করে আর সেখান থেকেই শুরু এক ভয়াবহ যাত্রা।
প্রথমে হোটেলে ঢোকানোর চেষ্টা। খেতে রাজি না হলে অটোতে তোলে, চলে যায় স্টেডিয়াম মার্কেটের দিকে। তারপর মেয়েটির হাত ধরে হাঁটা শুরু করে আউটার স্টেডিয়ামের দিকে।
গরম রোদের তাপে ফুটপাথ গরম, মেয়েটির মুখে আতঙ্ক আর ঠিক সেই মুহূর্তেই সিসি ক্যামেরার চোখে ধরা পড়ে পুরো দৃশ্য।
তবে মেয়েটির সাহস ছিল আগুনের মতো। একসময় সে চিৎকার করে ওঠে। চারপাশের কোলাহলের মধ্যে সেই শিশুর চিৎকারে অপহরণকারী আৎকে উঠে ।কোনো উপায় না পেয়ে মোবারক তাকে ছেড়ে পালিয়ে যায়।
বাসায় ফিরে পুরো ঘটনাটা জানায় শিশুটি। পরিবারের চোখে আতঙ্ক, মায়ের চোখে কান্না। এরপর শুরু হয় সত্যকে খোঁজার লড়াই। সিসিটিভির ফুটেজ ঘেঁটে শনাক্ত করা হয় মোবারককে।
মঙ্গলবার রাত দশটায় চাঁদপুর কোট স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল সেই মোবারক, যে একটু আগেও ছিল ছায়ার মতো। এবার সে পালাতে পারেনি। স্থানীয়দের সহায়তায় তাকে ধরা হয়।চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক কাজী কামাল তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গতকাল বুধবার তাকে আদালতে হাজির করা হয়। বিচারক মোবারককে জেল হাজতে পাঠিয়েছে।
এ ঘটনায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে এধরনের ঘটনা ঘটায় এখন সকল অভিভাবকরা অজানা আতঙ্কের মাঝে রয়েছে। আবার কোনো মায়ের সন্তানের সাথে যেন এমন ঘটনা আর না ঘটে।