মানবিক গ্রুপ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে ৪২ জন পরীক্ষার্থী। পাশ করেছে ২৮ জন।
বিজ্ঞান গ্রুপ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছে ৩১ জন। পাশ করেছে ২৯ জন।
ব্যাবসা শিক্ষা গ্রুপ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছে ৫১ জন। পাশ করেছে ৪৪ জন। এর মধ্যে ৫ জিপিএ ৫ পেয়েছে।
গণি মডের উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপত প্রধান শিক্ষক মোঃ নাজির আহমেদ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, আমাদের বিদ্যালয়ে এ বছর গড় পাশের হার ৭৯.৭০ শতাংশ। তবে শিক্ষার্থীরা যদি সঠিক ভাবে বিদ্যালয়ের পাশাপাশি বাসায় যদি পড়া লেখা করতো তাহলে ফলাফল আরো ভালো করতে পারতো। তবে আগামী বছরের জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। তবে যে সব শিক্ষা স্টেস্ট্রে খারাপ করবে আমরা নির্দেশ দিয়েছি তাকে কোনো ভাবেই পরীক্ষায় উত্তিন্ন করা যেন না হয়। আমরা চাই গণি মডেল উচ্চ বিদ্যালয়ের পূর্বের যে ঐতিহ্য রয়েছে তা ফিরিয়ে আনান চেষ্টা করছি।