মানিক দাস // জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ উপাদি ইউনিয়নের ঘোড়াদারি গ্রামে ৫ সন্তানের জননী কে হত্যা করে লাশ সেপ্টিট্যাংন্কিতে লুকিয়ে রেখে ঘরের জিনিষ পত্র নিয়ে পালিয়েছে স্বামী। মতলব দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে ১১ জুলাই শুক্রবার রাতে সেপটি ট্যান্কি থেকে ওই নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে। ঘাতক স্বামী জামাল গাজী পলাতক রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিণ উপাদি ইউনিয়নের ঘোড়াদারি গ্রামের পাটোয়ারী বাড়ির কালু পাটোয়ারীর মেয়ে রূপালী বেগম (৩২) এর সাথে পটুয়াখালি জেলার গলাচিপা থানার গেরামর্ধন গ্রামের মোস্তফা গাজীর ছেলে জামাল হোসেন গাজীর সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয়। সেই পরিচয় থেকে তাদের প্রেমের সূত্র। অতপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রূপালি বেগম ৩ ছেলে ও ২ মেয়ের জননী।
পটুয়াখালীর গলাচিপার জামাল গাজীর সাথে ঘর বেঁধে রূপালী বেগমে নতুন ভাবে পথ চলতে চেয়েছি । জামাল গাজী পেশায় কিছু না করলে ও কথায় অনেক কিছু। সে পূর্বে আরো চারটি বিয়ে করেছিল। সেই সংসারের স্ত্রী সন্তানদের কথা চিন্তা না করে মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াদারি গ্রামের রূপালীর প্রেমে হাবুডুবু খেতে খেতে সংসার জীবন শুরু করে। রূপালীর জীবনেও ছিল অজস্র ক্ষত, আগের সংসারের সন্তানদের নিয়ে কষ্টের দিন। তাছাড়া রূপালী বেগম দক্ষিণ উপাদি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দু বার নারী সদস্য হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করে পরাজিত হয়েছিল। দুজন নতুন ভবে বাঁচার স্বপ্ন নিয়ে শুরু করেছিল সংসার জীবন। জামাল গাজী থাকতেন রূপালীর বাড়িতেই। প্রায় সময় দুজনের মধ্যে বাক বিতন্ডা ও ঝগড়া বিবাদ হতো। এই বাক বিতন্ডা রূপালী বেগমের জীবনে শেষ অমানিশন নেমে আসবে তা কখনোই ভাবেনি। ১১ জুলাই শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে আবারো ঝগড়া বিবাদ হয়। মধ্যে তাদের ছোট্ট জমজ সন্তান রয়েছে, এই সন্তানের সামনেই নাকি জামালগাজী রূপালী বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর তার নিথর দেহটি বিবস্ত্র করে ঘরের পাশের সেফটি টেংকিতে ফেলে দেয়। তারপর ওই টাংকি ঢাকনা দিয়ে রাখে। নিহতু রূপালী বেগমের মা মনোয়ারা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যরা সকাল থেকে বিকাল পর্যন্ত রূপালী বেগম কে বাড়িতে না দেখতে পেয়ে ও রূপালী বেগমের মোবাইল ফোন বন্ধ পেয়ে আশে পাশে খুঁজাখুঁজি করে। এর মধ্যে রূপালীর স্বামী ও বাড়িতে নেই। তাতে পরিবারের সদস্যদের আরো সন্দেহ ঘনিভুত হয়। বিকালে মনোয়ারা বেগম ও তার ছেলে বাড়ির খরের পারা থেকে শুরু করে সকল জিনিষ নেরেচেরে খুজ করে রূপালীকে না পেয়ে মনোয়ারা বেগমের সন্দেহ হলে ওই সেপটি টাংকির ঢাকনা সরিয়ে বিবস্ত্র অবস্হায় মেয়ে মনোয়ারার নিথর দেহ দেখতে পান। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি দেখতে পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ কে খবর দেয়। শুক্রবার রাত সাড়ে ১০ টায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্হল থেকে রূপালীর নিথর মরদেহ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
স্হানীয়রা জানায়, নিহত রূপালী বেগম নানান অপকর্মের সাথে জড়িত ছিল। সে দেহ ব্যবসা, মাদক বিক্রি ও চুরির সাথে জরিত ছিল। সে ইদানিং কালে প্রতি শুক্রবার হলেই হাজীগঞ্জ চলে যেত। বড় সমজিদে নারী মুসল্লীরা যে স্হানে নামাজ আদায় করতো সেখানে রূপালী বেগম প্রবেশ করে নারীদের মোবাইল ফোন চুরি করে পালাতো। এমনি ভাবে নানা অপকর্মের সাথে সে জড়িত ছিল। তার এধরনের অপরাধের জন্য এলাকাসী অতিষ্ঠ হয়ে পরেছিল।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহাম্মদ বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে তাদের বাড়ির সেফটি ট্যাংকি থেকে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয় । লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
এ ঘটনায় নিহত রূপালী বেগমের বড় ছেলে টিপু পাটোয়ারী বাদী হয়ে জামাল গাজীকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আশাকে আমি কে গ্রেফতার করতে সর্বোচ্চ চেষ্টা এবং অভিযান অব্যাহত রয়েছে।