জানা যায়, এ আয়োজনের ১ম পর্বে ছেলেদের দুটি গ্রুপে বিজয়ী বা ১ম পর্বে ইয়েস কার্ড প্রাপ্ত ১৭ ক্ষুদে সাঁতারু
সোমবার ১৪ জুলাই দুপুরে চাঁদপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ নৌ বাহিনীর বাসে করে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উদ্দেশ্যে চাঁদপুর থেকে রওনা দেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ২য় পর্বে ছেলেদের দুটি গ্রুপের চুড়ান্ত প্রতিযোগিতা আগে করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক ১৫ জুলাই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ২য় পর্বের চুড়ান্ত প্রতিযোগিতা। চাঁদপুর স্টেডিয়াম থেকে বিদায় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের চাঁদপুর প্রতিনিধি মোঃ জনি ও বিশিষ্ট সাঁতারু সানাউল্লাহ খান।
এ বিষয়ে চাঁদপুরের কৃতি সন্তান ও দুবারের নির্বাচিত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহিন বলেন, চাঁদপুরে সাঁতারের দীর্ঘ ইতিহাসও ঐতিহ্য রয়েছে। যেটি বিশ্বব্যাপী সমাদৃত। তিনি বলেন চাঁদপুরের এই ক্ষুদে সাঁতারুদের আগামীর বাংলাদেশে ক্রীড়া সম্পদে পরিণত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। চাঁদপুরে সাঁতারের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য অক্ষুন্ন রাখতে এই ক্ষুদে সাঁতারুদের জন্য জেলাবাসী সকলের দোয়া চাচ্ছি।