সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিদ্দিক ঢালী আর বেঁচে নেই 

  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
  • মানিক দাস ।।
    চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ছিদ্দিকুর রহমান ঢালী মারা গেছেন।
    মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সকাল ৬টা ৪০ মিনিটের সময় রাজধানীর একটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ  করেন।   তিনি ওপেন হার্ট সার্জারি রোগী ছিলেন এবং হার্টের সমস্যা জনিত রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
    মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্ত্রী, এক ছেলে,তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী  রেখে গেছেন।
    এদিন বাদ আছর চাঁদপুর পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
    পরে নিজ এলাকা হরিসভা পশ্চিম  শ্রীরামদী ঢালী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
    পুরান বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও আত্মীয়-স্বজন  জানাজায় অংশ নেন।
    এদিকে, ছিদ্দিক ঢালীর মৃত্যুর খবর শুনে
    তাঁর বাড়িতে যান চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। বিকাল ৪ টার সময় তিনি ছিদ্দিক ঢালীর মরদেহের পাশে অবস্থান নিয়ে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় মোশারফ হাজী মরহুম ছিদ্দিক ঢালীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com