মঙ্গলবার দুপুরে প্রবাসীর স্ত্রী আসমা বেগম যখন বাড়িতে ফিরে আসেন, তখনই চুরির বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গেই তিনি ফোন করেন জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ। পরে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।
জানা গেছে, দক্ষিণ গুনরাজদী এলাকার মাস্তান বাড়ির পেছনে সাড়ে চার শতাংশ জমির উপর একতলা বাড়িটি নির্মাণ করেন প্রবাসী শফিকুর রহমান। স্ত্রী আসমা বেগম চার মেয়ে ও এক ছেলেকে নিয়ে গিয়েছিলেন বাবার বাড়ি লক্ষীপুর মডেল ইউনিয়নের কমলাপুর গ্রামে। অসুস্থ বাবাকে দেখতে গিয়ে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরেরা ভেতরে প্রবেশ করে।চোরেরা নিয়ে গেছে প্রায় এক লক্ষ টাকা নগদ, আট ভরি স্বর্ণালংকার, দশ ভরি রূপা এবং মূল্যবান বিদেশি প্রসাধনী।
এর আগেও দক্ষিণ গুনরাজদী এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রবাসে থাকা শফিকুর রহমান চুরির জানতে পারেন।
এই ঘটনায় তিনি দাবি জানিয়েছেন—চোরদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।