জানা যায়, সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আমানউল্লাহপুর গ্রামের দিঘিরপাড় বেপারির বাড়ির স্বপন বেপারি বড় ছেলে রুবেল বেপারি (২১)শিশির দূর্ঘটনায় মারা যায় । স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল যুগে রুবেল বেপারি বাবুরহাটের দিকে যাচ্ছিল, নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয় ডাব বোঝাই ভ্যানের সাথে। দূর্ঘটনা স্হলেই রাস্তায় ছিটকে পরে রুবেল বেপারি মারা যায়। নানার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রুবেল বেপারি বাবুরহাট যাচ্ছিল। রুবেল বেপারি চলতি বছর বাবুরহাট স্কুল এন্ড কলেজে থেকে এবছর এসএসসি পাশ করেছিল।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যান। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান সুমন মৃত ঘোষণা করেন। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে রুবেলের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করে।
রুবেল বেপারির মৃত্যুর খবর শুনে তার পরিবারের লোকজন ও বন্ধু বান্ধব তাকে শেষ বারের মতো দেখতে হাসপাতালে ছুটে আসে। তখন তারা হাসপাতাল থেকে রুবেল বেপারির মরদেহ বাড়িতে নিয়ে যায়।