নিজস্ব প্রতিবেদক।।
জেলা প্রশাসন চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে চাঁদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে —
১। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদন এবং বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ব্যতীত মিথ্যা তথ্য প্রদান করে উক্ত পণ্যসমূহ বিক্রয় বিতরণের অপরাধে *মেসার্স সিটি ফুড প্রোডাক্ট, মেরকাটিজ রোড, পুরান বাজার, সদর , চাঁদপুর* কে বিএসটিআই আইন ২০১৮ এ ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২। মেসার্স আদি মিষ্টি মেলা, পুরানবাজার, লোহারপুর, সদর, চাঁদপুর প্রতিষ্ঠানটি ফার্মেন্টেড মিল্ক পণ্যের অনুকূলে বিএসটিআই এর মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ৪১ ধারা অনুযায়ী ২,০০০/- (দুই হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
৩। মেসার্স পাঁচতারা ফুড প্রোডাক্টস, রয়েজ রোড, পুরান বাজার, লোহারপুর, সদর, চাঁদপুর প্রতিষ্ঠানটি বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই এর মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ৪১ ধারা অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন, চাঁদপুর এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সুমাইয়া ফারজানা হক এবং মোঃ আনিসুর রহমান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) এবং মো: হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।