// গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা নবাগত নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন গত ০৩ আগষ্ট মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে যোগদান করছেন।
১০ আগষ্ট রবিবার নবাগত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক এর সাথে এক সাক্ষাৎ কালে যোগদানের বিষয় টি জানাজায়। তিনি এর পূর্বে কুমিল্লার ব্রাহ্মণ পাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জননী। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি বলেন মতলবের মানুষের সাথে তার সুসম্পর্ক রয়েছে। ব্যবসা হতে আরম্ভ করে সকল কাজে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মতলব উত্তরের সাথে সেতুবন্ধনের মত একই সুতার মত গাথা। তিনি বলেন মতলব -মুন্সিগঞ্জের মানুষের সাথে প্রার্থক্য সুধু একটি, সেটা হলো নদী। এছাড়া আর কোন প্রার্থক্য নাই। মতলব উত্তরে নির্বাচনী কর্মকান্ড সহ সকল কাজে সহযোগিতা কামনা করেন তিনি।