// গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল, দশানী, মোহনপুর, বাহাদুরপুর, সটাকী সহ বিভিন্ন এলাকা থেকে ০২টি পাঙ্গাসের পোনা ধরার চাইঁ, ০১ বেহুন্দী জাল, ০১ ভেসাল জাল, ১০২ টি চায়না দুয়ারী চাঁই জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস অফিসার বিজয় কুমার দাস, উপপুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।