// গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের চরমাছুয়ায় শামীমা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্ত্বহত্যা করেছে। ঘটনার বিবরনে জানা যায়, ১৪ আগষ্ট শামীমা কার সাথে ফোন আলাপে ব্যস্তছিল। এর পর থেকেই সকাল সোয়া দশটায় শামীমা ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে ঝুলতে ছিল, এসময় তার মা ফাতেমা বেগম দেখে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে এসে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দেখে শামীমার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এ সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। শামীমা আক্তার ২০২৪ সালে মতলব রয়মন্নেননেছা মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছে বলে জানা যায়। পরিবার ও এলাকা বাসি ধারনা করছেন প্রেম গঠিত কারণে আত্ত্বহত্যা করেছে। এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, মৃতের একটি মোবাইল ফোন পাওয়া গেছে, মেয়ে টি মোবাইল ফোনে কার সাথে কথা বলছে এমন একটি কথা শোনা যায়, মোবাইল ফোন যাচাই বাছাই করেই বোঝা যাবে। এছাড়া লাশ পোস্ট মর্টেম করার জন্য পাঠানো হয়, পোস্ট মর্টেম রির্পোট আসলেই তথ্য বেড়িয়ে আসবে।