চাঁদপুর সদর উপজেলার ভাটেরগাঁও গ্রামে এক নির্মাণাধীন বাড়ির ওপর, রডের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নির্মান শ্রমিক।
নিহত নির্মান শ্রমিক মোস্তাকিনের গ্রামের বাড়ি বরগুনা জেলার তালতলী এলাকায়। ঠিকাদার আবু সালে মোল্লার অধীনে আট মাস ধরে চাঁদপুরে ডিপ টিউবওয়েলের কাজের শ্রমিক হিসাবে কাজ করছিলেন।
তার পরিবার জানায়, প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও এক মাসেরও বেতন দেয়নি ওই ঠিকাদার। টাকার জন্য আগে থেকেই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো।
এক সপ্তাহ আগে, ঠিকাদার তাকে নতুন কাজের জন্য নিয়ে আসে চাঁদপুরে। প্রতিদিন সকাল থেকে রাত অব্দি পরিশ্রম করত সে। কিন্তু বেতন হাতে আসেনি। মায়ের দাবি—টাকা চাওয়ায় ঠিকাদারের সঙ্গে ফের তর্ক বাঁধে, আর সেই তর্কই ছেলের প্রাণ কেড়ে নেয়। তিনি অভিযোগ করেন, ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই স্বপন নন্দী সঙ্গী ফোর্স নিয়ে শুক্রবার সকালে (১৫ আগস্ট) ঘটনাস্থলে পৌঁছান। রডের সঙ্গে বাঁধা রশি কেটে নামানো হয় মোস্তাকিনের মরদেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। ঠিকাদার আবু সালে মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ বলছে, মোস্তাকিনের মৃত্যু স্বাভাবিক নয়। এটি আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না। তবে তারা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।