শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস  সেক্রেটারীজ ফোরামের  এডহক কমিটির সহ সভাপতি নির্বাচিত নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৫টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৮টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা পরিচালকের নির্দেশে ওয়ার্ড বয় ফারুক শিশু কে কবরস্হানে রেখে আসে // ইউনাইটেড হাসপাতাল সিলগালা  চাঁদপুর শহরের মাঠসমূহ দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করা দাবিতে সংবাদ সম্মেলন ২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শ্রীশ্রী মহাপ্রভুর নীলাচল মন্দিরের পক্ষ থেকে এই প্রথম তর্পণের আয়োজন  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে   ইয়াবা ব্যবসায় ধরা খেল ৬ জন বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে জেলা প্রশাসনের আলোচনা সভা 

  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
মানিক দাস // ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ জন্মাষ্টমী উপলক্ষ্যে জেলা প্রশাসনের আলোচনা সভা হরিসভা মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ আগস্ট) রাত ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
এসময় তিনি বলেন, আজ জন্মাষ্টমীর র‌্যা‌লি‌তে অ‌নেক তরুন ছে‌লে মে‌য়েরা অংশগ্রহন ক‌রে‌ছে কিন্তু আ‌লোচনা সভায় তা‌দের অনুপস্থি‌তি লক্ষ‌্য করা যা‌চ্ছে। আস‌লে আমরা ধর্ম পাল‌নের ম‌ধ্যে চ‌লে গে‌ছি কিন্তু চর্চা কম কর‌ছি। আপনা‌দের সনাতন ধ‌র্মের ছে‌লে মে‌য়েদের ম‌ধ্যে ধর্মীয় চর্চা কম।
শ্রীকৃ‌ষ্ণের বংশ জ‌মিদার বং‌শের ছিল। তি‌নি তার বাল‌্যকাল রাখাল হি‌সে‌বে কা‌টি‌য়ে‌ছেন। আপনারা কেন ওনা‌কে দেবতা ও ভগবান ম‌নে ক‌রেন। মথুরার রাজা কংস ছি‌লেন শ্রী কৃষ্ণের  আপন মামা। তিনি ছিলেন আত‌্যাচারী‌। ক‌থিত আ‌ছে কংসের  আপন বো‌ন বাসু‌দেবের ধঘরে একজন সন্তান জন্ম নি‌বে সেই সন্তান কংস‌কে বধ করবে। পরপর ৬‌টি সন্তান‌কে পৃ‌থিবী‌তে আস‌তে দেওয়া হয়নি ৭ম সন্তানটি কন‌্যা শিশু ছিল। অষ্টম সন্তান হি‌বে‌সে আসেন শ্রীকৃ‌ষ্ণ।
ধর্ম আস‌লে বিশ্বা‌সের জি‌নিস
আপনারা হিন্দু ধ‌র্মের বিশ্বাসিরা ভা‌বেন ভগবান একজন অবতার পা‌ঠি‌য়ে‌ছেন।
প্রমান করুন, স‌ত্যের জয় নি‌য়ে আ‌সছেন। আমা‌দের তরুন সমাজ গীতা, মহাভারত, পুরান পড়ে না। বাংলা স‌হি‌ত্যের উর্বর ক্ষেত্র হ‌চ্ছে শ্রীকৃ‌ষ্ণের লীলা। এ লীলা পাঠ করতে হবে।
মনসা পূজা ক‌রেন ‌সা‌পের মাথায় শ্রীকৃষ্ণ ব‌সে আ‌ছে । তা‌ কিন্তু আপনার সন্তানরা জা‌নেন না। এক সময় মধূরায় যে যমুনা নদী ছিল সেখা‌নে এক‌টি কাল না‌গিনী ছিল তার জন‌্য নদীর পা‌নি বিষাক্ত হ‌য়ে যায়, তখন যমুনার পা‌নি কেউ পান কর‌তে পার‌ছিল না।‌ সেসময় শ্রীকৃষ্ণ কালনাগ‌কে বস ক‌রে‌ছিল‌নে, তারপর পানি পান যোগ‌্য হয়ে যায়। বক্তারা ব‌লেছেন শ্রীকৃ‌ষ্ণের জন্ম ও মৃত‌্যু নেই ‌তিনি আ‌র্বিভূত হ‌য়ে‌ছেন সমাজ থেকে সকল অন্যায় অপরাধ দূর করার জন্য।
সমাজ কে বি‌ভিন্নভাবে ভাগ ক‌রেন কিন্তু হিন্দু ও মুস‌লিম হি‌সে‌বে ভাগ না ক‌রে দেখ‌বেন ‌যে দুই ধ‌র্মেই সাম‌্য ও শা‌ন্তির কথা ব‌লা হ‌য়ে‌ছে। জন্মাষ্মী‌তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা ধ‌র্মের লালন কর‌বো। আমরা সমা‌জের
শ্রীকৃ‌ষ্ণের বানী সন্তান‌দের মা‌ঝে ছ‌ড়ি‌য়ে দি‌বেন। আপনার  সন্তান‌কে ধর্ম পাল‌নের চে‌য়ে ধর্ম চর্চায় মন‌নি‌বেশ কর‌তে বল‌বেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রাকিব পিপিএম।
তিনি বলেন, ব্রিজের উপরে শোভা যাত্রায় অংশ গ্রহন করেছি। কতটা উৎসাহ আনন্দের মাঝে আপনারা অংশ গ্রহন করেছেন। চাঁদপুর জেলায় ৩১ টি স্হানে বড় আকারে জন্মাষ্টমীর উৎসব পালন করা হয়েছে। তাছাড়া ছোট ছোট আরো অনেক অনুষ্ঠান হয়েছে। শ্রীকৃষ্ণ এদিনে আবিভুত হয়েছিল। আপনারা এখানে এছেন পবিত্র মন নিয়ে এখানে এসেছেন। আপনরা সকলে শোভাযাত্রায় অংশ গ্রহন করেছেন তা দেখে আমরা আনন্দিত হয়েছি। আমাদের সন্তানেরা এখন পড়া লেখা না করে মোবাইলে আসক্ত হয়ে পরছে। একদিন তারা খারাপ পথে ধাবিত হয়। তাদেরকে যদি ধর্মীয় আচার অনুষ্ঠানে সম্পৃক্ত করতে পারি তাহলে তারা ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ মেনে চললে তারা সকল অন্যায় অবিচার থেকে পরিত্রান পাবে।
আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ রায়, সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ সূত্রধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহাসহ আরো অনেকে। পরে অতিথিগণ জন্মাষ্টমীর র‌্যা‌লি‌তে বিভিন্ন সাজে সজ্জিত শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করেন।
আলোচনা সভা শেষে পুরান বাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে চাঁদপুর নৃত্যধারার অধ্যক্ষ সোমা দত্তের পরিচালনায় মনোঙ্গ নৃত্যানুষ্ঠা পরিবেশিত হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com