শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস  সেক্রেটারীজ ফোরামের  এডহক কমিটির সহ সভাপতি নির্বাচিত নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৫টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৮টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা পরিচালকের নির্দেশে ওয়ার্ড বয় ফারুক শিশু কে কবরস্হানে রেখে আসে // ইউনাইটেড হাসপাতাল সিলগালা  চাঁদপুর শহরের মাঠসমূহ দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করা দাবিতে সংবাদ সম্মেলন ২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শ্রীশ্রী মহাপ্রভুর নীলাচল মন্দিরের পক্ষ থেকে এই প্রথম তর্পণের আয়োজন  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে   ইয়াবা ব্যবসায় ধরা খেল ৬ জন বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

সরকারী মাটি ও বালি দিয়ে ভরাট করা হচ্ছে নির্মানাধীন দেওয়ানবাড়ি কোল্ড স্টোরেজ।

  • আপডেটের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ   দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর বীরগঞ্জের শেষ সীমানা কাহারোলের শুরু কাঠালবাড়ি নামক স্থানে পূনর্ভবা নদী খননকৃত লাখ লাখ সিএফটি মাটি ও বালু বিগত ৩৫/৪০ দিন যাবত অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট।

সরজমিন ঘুরে জানা যায়, বলেয়া বাজার ব্রীজ সংলগ্ন সুমাইয়া ট্রেডার্সের সত্ত্বাধীকারী ওমর ফারুকের প্রতিনিধি নয়ন রায়ের মাধ্যমে স্কেভেটর (ভ্যাকু) দিয়ে ট্রাক্টরে বেঝাই করে প্রতিটি গাড়ি ৩০০ থেকে ৪০০ টাকা হারে রিশদ মুলে আদায় করা হচ্ছে।

প্রতিদিন ১৫০ থেকে ২০০ ট্রলি সরকারী মাটি ও বালি অবৈধভাবে বিক্রি ও আত্মসাতের ভয়াবহ চিত্র স্বীকার করেছে কর্মরত নয়নসহ ট্রাক্টর চালক-হেলপার।

পাচারকৃত সরকারী সম্পদের সিংহ ভাগ দলুয়া দেওয়ানবাড়ি নির্মাণাধীন কোল্ড স্টোর ভরাট করা হচ্ছে।

নির্মাণাধীন দেওয়ানবাড়ি কোল্ড স্টোরেজের স্বত্ত্বাধিকারী জামাল হোসেন, কামাল হোসেন কিংবা অন্য পার্টনারকে পাওয়া যায় নাই তবে কাজ দেখভালের দায়িত্বে নিয়োজিত আহসানুল হাবিব জানান তারা প্রতি ট্রলি মাটি ও বালি ৭০০ টাকা হিসেবে স্থানীয় লাবু ও আরিফের নিকট ক্রয় করেছে। এগুলি বৈধ না অবৈধ তাদের জানা নেই।

মুঠোফোনে কথা হলে একই কথা বলেন কামাল হোসেন, আমরা টাকা দিয়ে মাটি ও বালি কিনে ভরাট করছি।

প্রকাশ্য দিবালোকে এভাবে সরকারী লাখ লাখ টাকা মুল্যের মাটি ও বালি কেটে আত্মসাতের মুলহোতা ওমর ফারুক কে জিজ্ঞেস করলে জানান আমি একা নই, কাহারোল বিএনপি’র বড় বড় নেতা এ কাজের সাথে জড়িত।

আমার নামে আওয়ামীলীগ সরকার আমলে নিলামে ২৮ নম্বর লট ইজারা নিয়েছিলো, যথা সময় মাটি ও বালু অপসারণ করতে পারে নাই, পরবর্তীতে আমরা সবাই মিলেমিশে ভাগ যোগ করে চালাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার কাহারোল বরাবর আবেদন করা আছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, কাহারোল মিজ মোখলেদা বেগম মিম-এর সাথে কথা হলে তিনি বলেন আমি নবাগত বিষয়টি খতিয়ে দেখছি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com