ঘটনা ঘটে শনিবার (১৮ আগস্ট) রাত পোনে ৮টার দিকে কালীভাংতি দাস বাড়ির সামনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুরহাট থেকে যাত্রী বিহীন সিএনজি স্কুটার নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের হেডলাইটের আলোতে চোখ ধাঁধিয়ে যায় বাপ্পির। এ সময় রাস্তার পাশে থাকা নির্মাণাধীন ইটের স্তূপে ধাক্কা খেয়ে সিএনজি (চাঁদপুর থ-১১-৫১৬৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এসময় দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই বাপ্পী মারা যান ।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করতে পারলে ও চালক পালিয়ে যায় । খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই শাহাদাত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
নিহত বাপ্পি খান দুই সন্তানের জনক। তার সংসারে স্ত্রী, পাঁচ বছর বয়সী ছেলে আরাফাত এবং তিন বছরের কন্যা আফরিন রয়েছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।