চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর হামলায় কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পলাতক আসামী তারই বন্ধু তোরাবুর রহমান কে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে চাঁদপুর মডেল থানার এস আই নুরে আলম চাঁদপুর শহরের কালিবাড়ি এলাকা থেকে তাকে আটক করেছে বলে জানান।
গত ১২ জুলাই শনিবার রাতে এ হামলার ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরে শহীদ মুক্তিযুদ্ধা সড়কের অঙ্গীকারের বিপরীত পাশের রেল লাইনে। আল আমিন নামের কিশোরকে অর্ধমৃত অবস্থায় লেকের পানিতে ফেলে দেওয়া হয়। সেখান থেকে হামলাকারী কিশোর গ্যাং সদস্যরাই ওই দিন রাত ৯ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনা সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড মুমিন পাড়া এলাকার বসবাসকারী রমজান আলীর ছেলে মোঃ আল-আমিন (১৭) কে তার বন্ধু কিশোর গ্যাং হোতা তুরাবোর রহমান বাসা থেকে ডেকে নিয়ে আসে। সন্ধ্যার পর তারা বেশ কয়েক জন মিলে লেকের পার অঙ্গিকারের বিপরীত পাশের রেল লাইনে বসে আড্ডা দিচ্ছিল।এসময় আল আমিন কে মারধর করে লেকের পানিতে ফেলে দেয়। অনেকক্ষণ পর বন্ধুরাই আল আমিন কে লেকের পানি থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
নিহত আল আমিনের পিতা রমজান আলী বাদী হয়ে পুত্র হত্যার বিচার চেয়ে অঙাত ব্যাক্তিদের আসামী করে চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।
নিহত আল আমিনের পিতা রমজান আলী ও নানা বিল্লাল হোসেন মাঝি অভিযোগ করে বলেন, আল আমিন কে কিশোর গ্যাং সদস্যরা মেরে লেকের পানিতে ফেলে দিয়েছে। আবার তারাই সন্নাসী সাজতে আল আমিন কে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে এসেছে।আল আমিন কে হত্যার পূর্বের দিন শুক্রবার বিকালে হাজী মহসীন রোডে সংঘর্ষের ঘটনা ঘটেছইল এই কিশোর গ্যাং সদস্যদের নেতৃত্বে। আল আমিনের চোখের পাশে রক্তাক্ত জখম এবং হাতে ও আঘাতের চিন্হ রয়েছে। হত্যার দিন স্হানীয়রা হাসপাতালে নিয়ে আসা কিশোর গ্যাং এর ৫ সাদস্যকে ধরে চাঁদপুর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে। কিন্তু ঘটনার পর থেকে তোরাবুর রহমান পলাতক হয়। আটক তোরাবুর রহমান চাঁদপুর শহরের নতুন বাজার আদর্শ মুসলিম পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতো। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের সফরমালি এলাকায়।