গোলাম নবী খোকনঃ
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামে প্রতিপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোসা: নাজমা বেগম ও তার পরিবার।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে নাজমা বেগম অভিযোগ করে বলেন, গত ১৮ আগস্ট এলাকার কতিপয় অসাধু ব্যক্তির সহযোগিতায় কয়েকজন ভুয়া সাংবাদিক তার ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে মানহানি ঘটিয়েছে। তিনি ওই ঘটনাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা জানান ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।
তিনি বলেন, তার স্বামী মোঃ খোরশেদ আলম ঢালী দীর্ঘদিন ধরে সুজাতপুর বাজারে ব্যবসা করে আসছেন। তার ননস ফাতেমা বেগম ৭ বছর আগে তালাকপ্রাপ্ত হলে মানবিক কারণে স্বামী তাকে একটি দোচালা টিনের ঘর করে দেন। বর্তমানে ওই ঘরে তিনি সন্তানদের নিয়ে বসবাস করেন। কিন্তু স্থানীয় একটি অসাধু চক্রের প্ররোচনায় ২০২৪ সালের ১১ ডিসেম্বর মতলব উত্তর থানায় তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।
ঐ মামলা (নন জিআর ৩৩/২০২৪) তদন্ত ও শুনানির পর মিথ্যা প্রমাণিত হয় এবং চলতি বছরের ২৩ জুন চাঁদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি খারিজ করে দেয়। আদালতের আদেশে নাজমা বেগম, তার স্বামী খোরশেদ আলম, ভাসুর আমির হোসেন ও জাল শেফালী খালাস পান।
কিন্তু মামলাটি খারিজ হওয়ার পর ননস ফাতেমা বেগম বিষয়টি মেনে নিতে না পেরে প্রতিহিংসাবশত ঘরের পালা তুলে ফেলে ও বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন বলে অভিযোগ করেন নাজমা বেগম। তিনি আরও জানান, স্থানীয় তিন কথিত সংবাদকর্মী, ছোট লক্ষীপুর গ্রামের এক সেনা সদস্য ও এক পুলিশ সদস্য তার পরিবারকে হয়রানি করছে। তাদের প্ররোচনায় তার বাড়িতে হামলা, গালিগালাজ এবং স্বামীকে মারধর পর্যন্ত করা হয়েছে। এ বিষয়ে তিনি চাঁদপুর সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী খোরশেদ আলম, ইউপি সদস্য খলিল মিয়াজী, নবীর হোসেন শেখ, আমির হোসেন, শাহজাহান প্রধান, বেনু পাটোয়ারী, কাউছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।