মানিক দাস ।। চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কয়লা ঘাট এলাকায় মামলা না উঠানোয় সংঘবদ্ধ দলের হামলায় ১ জন আহত হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, ৩ নং কয়লাঘাট এলাকার বসবাসকারী মোঃ আবুল কালামের ছেলে মোহাম্মদ আল আমিনকে কাচ্চা কলোনীর চিন্হিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা নানা ভাবে তাকে হুমকি ধমকি দেয়। এব্যাপারে লাল আমিনের স্ত্রী চাঁদপুরে কর্তব্যরত সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করে। আহত আল আমিনের স্ত্রী জানায়,ওই অভিযোগ উঠিয়ে নেয়ার জন্য চিন্হিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতারা আবারো হুমকি দিতে থাকে। গতকাল সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ৮ টায় ৩ নং কয়লাঘাট মসজিদের সামনে আল আমিন (২৫) কে একা পেয়ে কাচ্চা কলোনি এলাকার নয়ন, সাব্বির, ভাঙ্গা আলম, রহিম, হৃদয়, শাহাদাত, মনা,রাব্বি, রাহাত, সবুজ হামিম,আওলাদ, লিটনসহ আরো অনেকে দেশিয় অস্ত্র দিয়ে আল আমিন কে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। স্হানীয়রা আল আমিন কে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে রেপার করে। আহত আল আমিন কে এম্বুলেন্সে তোলার পর স্হানীয় শতাধিক নারী পুরুষ এম্বুলেন্সসহ আহত রোগী নিয়ে রাত পৌনে ৯ টায় চাঁদপুর মডেল থানা ঘেরাও করে অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার কাছে এঘটনার দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানায়। পুলিশ কর্মকর্তারা দ্রুত ছুটে এসে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনেন। আহত আল আমিন কে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।