এতে সংহতি জানিয়ে চাঁদপুর জেলা এনসিপি, খেলাফত মজলিস ও সাধারণ ছাত্র-জনতা অংশগ্রহণ করে। জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাইতুল আমিন চত্বর গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন সুমন, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, পৌঁর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক পারভেজ পাটওয়ারী, সদস্য সচিব, রুবেল চৌধুরী।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক তামিম খান, এনসিপি নেতা সাইফুর রহমান, চাঁদপুর জেলা নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি সাকিব হোসেন।
বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরোধী আন্দোলনে অগ্রগণদের মধ্যে অন্যতম ছিলেন। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি নেতাকর্মীরা ভিপি নূর এবং গণধিকার পরিষদের নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে ন্যক্কারজনক হামলা করেছে। দ্রুত সময়ের মধ্যে সরকারকে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তারা অভিযুক্ত আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।