চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভয়াবহ হুমকির মুখে আবাদি জমি।
রাতদিন অব্যাহত বালু উত্তোলনে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা বাড়ছে। এতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় মোহনপুর লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে শত শত গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই প্রতিদিন চলছে এ অবৈধ বালু লুটপাট। ড্রেজারের গর্জনে গ্রামবাসীর ঘুম হারাম হচ্ছে, নদীর বুক চিরে বালু তুলে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। এতে শত শত একর আবাদি জমি, হাজারো বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজারসহ নানা স্থাপনা বিলীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের জমি, ফসল আর ভবিষ্যৎ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। যদি অবিলম্বে ড্রেজার বন্ধ না হয়, তবে আরও বৃহত্তর আন্দোলনে মাঠে নামব।’
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবৈধ ড্রেজার বন্ধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ যেন নেয়া হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু।
মোহনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে এবং মোহনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষকদলের সহ সভাপতি হানিফ পাটোয়ারী, ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি জাকির হোসেন দর্জি, ষাটনল ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, মোহনপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া প্রমুখ।