গত ১ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকা আদ্ব-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি বেশ কিছুদিন যাবত নানা শারীরিক জটিলতা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ২ ছেলে, অসংখ্য ছাত্রছাত্রী সহ বহুআত্মীয়-স্বজন ওগুনাগ্রহী রেখে গেছেন।
২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টায় আবু ইউনুস ভূইয়া প্রথম জানাযা তার দীর্ঘদিনের কর্মস্থল এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজের পূর্বে মরহুম আবু ইউনুস ভূইয়ার স্বরনে স্মৃতি স্মরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক শোয়েব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক আহসান আলী মিজি, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও হাইমচর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন মিন্টু, সাবেক শিক্ষক ও জেলা জজ কোর্টের সাবেক এপিপি এডভোকেট গোলাম কাউছার শামীম এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী গাজী মোহাম্মদ মহসিন।
জনাযার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সেলিম পাটওয়ারী বাবুল, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ, আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন মুন্সী, জাকির হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহন করে।
মরহুমের প্রথম জানাযার নামাজের ইমামতি করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ আব্দুল্লাহ আল-মামুন।
জানাযায় নামাজ শেষে মরহুমকে তার নিজ এলাকা চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ডাসাদী ডিএস আই এস কামিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে ভূইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোক প্রকাশঃ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু ইউনুস ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক মোঃ আহসান আলী মিজি সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।