সভায় সিদ্ধান্ত হয় যে, গত বছর একটা সরকার পালিয়ে গিয়ে চুপচাপ ছিল, কেননা তারা সে সময় পালানোর চেস্টা করেছে। এবছর তারা চুপচাপ নাও থাকতে পারে। গত বছর বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্ররা পূজা মণ্ডপে নজর রেখেছে। এবছর নির্বাচন উত্তর হওয়ায় নেতারা ব্যাস্হ থাকবে। তাই সিসি ক্যামেরা ও জেনারেটরে ব্যবস্হা বাধ্যতা মুলক রাখতে হবে। পূজার আয়োজকরা পুলিশ, আনসারের পাশাপাশি রাতে নিজেরা পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিজস্ব ভলান্টিয়ার সর্বদা পূজা মণ্ডপ গুলোতে নজর রাখতে হবে।যে সব পূজা মণ্ডপে সিসি ক্যামেরা নেই বা নস্ট হয়ে গেছে তা দ্রুত মেরামত বা নতুন ভাবে স্হাপন করতে হবে। তিনি আরো বলেন গত বছর আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছিলাম অনেকে বাস্তবায়ন করেছে আবার অনেকে বাস্তবায়ন করেননি। পূজা মণ্ডপ গুলোতে সিসি / আইপি ক্যামেরা স্হাপন করতে হবে। বিশেষ প্রয়োজনে পূজা মণ্ডপগুলোতে সেনাবাহিনী ও র্যাব টহল দেয়ার ব্যবস্হা করা হবে। উপজেলা পর্যায়ে পূজা মণ্ডপ গুলোতে ট্যাগ অফিসার নিযুক্ত করতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট পূজা মণ্ডপ সভাপতি / সাধারণ সম্পাদক নিবিড় তদারকি ও সতর্ক থাকতে হবে। শারদীয় দূর্গাপূজার মন্ডপ সমুহে পর্যবেক্ষন ও পরিদর্শনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসকদের সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠন করা হবে। পূজা মণ্ডপে বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃকারীদের অশুভ তৎপরতা রোধে কঠোর আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।দুষ্কৃকারী পূজা মণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষনিক ভাবে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। ফেইসবুক ও সামজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কোনো দুষ্কৃতিকারী যেন গুজব না ছড়াতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পূজা মণ্ডপ এলাকায় কিশোর গ্যাং এর যে কোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করতে হবে। তিনি আরো বলেন, আমার যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করলে যেমন অন্যরা বিব্রত কর পরিস্হিতিতে পরে তেমনি দূর্গা পূজার আনন্দের অনুষ্ঠান আমরা মেনে নিলেই কোনো সমস্যা হবে না। বিজয়াদশমীর দিনে বিসর্জনের স্হানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের ডুবুরি দল, নৌ পুলিশ, কোস্টগার্ডের ডুবুরি দল প্রস্তত রাখা হবে। রাত ৮ টার মধ্যে নির্ধারিত স্হানে বিসর্জন শেষ করতে হবে। এবছর চাঁদপুর জেলার ৮ টি উপজেলায় মোট ২২৫ পূজা মণ্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
এসময় বক্তব্য রাখেন, চাঁদপুরে কর্তব্যরত সেনা বাহীনির অপারেশন অফিসার জাবিদ হোসেন , পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রাকিব পিপিএম, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ সলিমুল্লা সেলিম , জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ রায়,সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ,সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী ,যুগ্ম সাধার সম্পাদক গোপাল সাহা , জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিণয় ভূষণ মজুমদার,জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, জেলা জামায়ত ইসলামির আমীর মাওঃ বিল্লাল হোসেন, সেক্রেটরী অ্যাডঃ শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি গাজী মোঃ হানিফ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সহ সভাপতি অজিত সাহা, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণি ভূষন, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল রঞ্জন মজুমদার, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিপদ বণিক, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্যামল চন্দ দাস, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার,চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ সূত্রধর, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন দাস, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়,সনাতনি আইনজীবী অ্যাডঃ ভাস্কর দাস, চাঁদপুর জেলা এনসিপি প্রধান সম্নয়কারী মাহবুব আলম।