ডিবি পুলিশ পুরো বাসা খুঁজে দেখলেও কোথাও কোনো ইয়াবার অস্তিত্ব পায়নি। চোখের সামনে নাটকিয়তার অবসান ঘটে।
ভেসে ওঠে ভিন্ন এক সত্যের ছায়া। ইটালিতে থাকা প্রবাসীর দ্বিতীয় স্ত্রীর দাবি করেন, তার স্বামীর প্রথম স্ত্রী তানজিলা বেশ কিছুদিন ধরেই নানা মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। শুধু তাই নয়, আগেও নাকি দেড় লক্ষ টাকা খরচ করে কিছু যুবককে দিয়ে একই ধরনের ফাঁদ পাতার চেষ্টা করেছিল। সেই পরিকল্পনাও পুলিশ ধরে ফেলেছিল। তবু সতীনের ষড়যন্ত্র থামেনি। আবারও ইয়াবার নামে এই নাটক সাজায়।
মঙ্গলবার রাতে সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আবু নছর নিপু সঙ্গী সদস্যদের নিয়ে ওই বাড়ির তৃতীয় তলায় অভিযান চালান। বাড়ির মালিক ও সাংবাদিকরা উপস্থিত থাকায় পুরো তল্লাশি চলে স্বচ্ছতার সঙ্গে। কিন্তু ফলাফল শূন্য। স্পষ্ট হলো, ঘটনাটা ছিল সাজানো ও মিথ্যা।
প্রবাসীর দ্বিতীয় স্ত্রী বললেন, এভাবে মিথ্যা মামলার জালে ফাঁসিয়ে সাধারণ মানুষকে শেষ করে দেওয়া যায় না। সোর্সকে ধরে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসবে। তাই পুলিশের প্রতি তার অনুরোধ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক। নইলে এমন ফাঁদের শিকার হতেই থাকবে সাধারন মানুষ।
অন্যদিকে ডিবি পুলিশ জানায় , তারা কেবল সোর্সের তথ্য অনুযায়ী অভিযান চালিয়েছিল। কিন্তু খালি হাতে ফেরার পর এবার থেকে যেন এমন ভুয়া নাটক আর কেউ সৃষ্টি করতে না পারে সেদিকে কঠোর নজর দেওয়া হবে।