বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দূর্গা পুজা  চাঁদপুর জেলায় ২২৪ মণ্ডপ পুজার আয়োজন 

  • আপডেটের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস //” যা দেবী সর্বভুতেষু মাতৃরূপেন সংস্হিতা – নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নম” এ মন্ত্র উচ্চারণ করেই সনাতনিরা শরৎকালে অকালবোধন শারদীয় দূর্গা পূজা উৎসব পালন করে থাকে। এবছর চাঁদপুর জেলার ৮ টি উপজেলায় ২২৪ টি মণ্ডপে শারদীয় দূর্গা পূজার আয়োজন করেছে ভক্তরা।
দেবী দূর্গা এবছর গজে আগমন করে ।পূজা শেষে  দেবী দোলায় গমন করে চলে যাবে।আজ ২৭ সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মাধ্য দিয়ে ৫ দিন ব্যাপী দূর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
চাঁদপুর সদর উপজেলায় এবছর ৪২ টি মণ্ডপে শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে পৌর এলাকায় ৩৬ টি ও সদর উপজেলায় ৬ টি সহ মোট ৪২ টি মণ্ডপে শারদীয় দূর্গা উদযাপন করা হবে।
চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর জানান, চাঁদপুর সদর উপজেলা ও পৌর এলাকায় এবছর ৪২ টি মণ্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আমরা সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ প্রস্তুতি নিয়েছি পূজা মণ্ডপে যেন কোনো ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটে সে জন্য। আমরা ৪২ টি পূজা মণ্ডপ কমিটিকে বলে দিয়েছি মণ্ডল গুলোতে যেন সিসি ক্যামেরা স্হাপন করে। নিজস্ব ভলান্টিয়ার সার্ক্ষণিক যেন মণ্ডপে দায়িত্ব পালন করে। সন্দেহভাজন ব্যাক্তিকে দেখলে যেন দায়িত্ব প্রাপ্ত পুলিশ কে অবগত করে। চাঁদপুর সদর উপজেলার পূজা মণ্ডপ গুলো হলোঃ কালিবাড়ি মন্দির, মিনার্ভা পুজা উদযাপন পরিষদ,গুহ বাড়ি পুজা মণ্ডপ, গোপাল জিউর আখড়া, পালপাড়া শীতলা মায়ের মন্দির, প্রতাপ সাহার বাড়ি লোকনাথ মন্দির,প্রতাপ সাহা রোড দূর্গা পুজা মণ্ডল, রাম কৃষ্ণ আশ্রম ও মিশন, মজুমদার বাড়ি পূজা মন্ডব, শ্রী শ্রী সন্তুষী মায়ের মন্দির, নতুন বাজার ঘোষ পাড়া পূজা মণ্ডপ, কুন্ডু বাড়ি পূজা মণ্ডপ,ডগলাইন মহা বীর মন্দির, মুন্সেপ পাড়া পূজারী সংঘ, মঠখোলা মঠবাড়িয়া সার্বজনীন দূর্গা পুূজা, স্বর্গীয় সুরেশ দাসের বাড়ি পূজা মণ্ডপ, স্বর্গীয় কুলদা প্রসাদ দে মহাশয়ের বাড়ি দূর্গা উৎসব, স্বর্গীয় রমেশ দের বাড়ি দূর্গা উৎসব, শিলন্দিয়া সত্যনারায়ন সেবা সংঘ, কদমতলা অকাল বোধন সংঘ, নতুন বাজার মাতৃরুপেন সংঘ, মুন্সেফ পাড়া পুষ্পাঞ্জলি সংঘ, দাসপাড়া কালি মন্দির দূর্গা উৎসব,  দাসপাড়া শিব মন্দির দূর্গা উৎসব, জাফরাবাদ পল্লী সেবা সংঘ, মৈশাল বাড়া দূর্গা পূজা কমিটি, বংশি দাসের বাড়ি জয়রাম সংঘ, ঘোষ পাড়া দূর্গা পূজা মণ্ডপ, নব তারা সংঘ, পুরান বাজার হরিজন পল্লী দূর্গা মন্দির, হরিসভা পূজা মণ্ডপ, বারোয়ারী পূজা মণ্ডপ, পানেরগোরা কালী মন্দির, রনঞ্জিত দাসের বাড়ি পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ পূজা মণ্ডপ, কার্তিক দাসের বাড়ি পূজা মণ্ডপ, মহামায়া দত্ত বাড়ি পূজা মণ্ডপ, দামোদরদি কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি পূজা মণ্ডপ,
চরবাকিলা বড় সূত্রধর বাড়ি পূজা মণ্ডপ,দাসাদী বড় সূত্রধর বাড়ি পূজা মণ্ডপ,বালিয়া নাহা বাড়ি পূজা মণ্ডপ,চরমেশা সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ।
তাছাড়া জেলায় এ বছর ২২৪ টি মণ্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন করা হবে।
কচুয়া ৩৮ টি, শাহরাস্তি ১৯ টি,হাজীগঞ্জ ২৯ টি, মতলব উত্তর ৩৪ টি, মতলব দক্ষিণ ৩৪টি, হাইমচর ৬ টি , ফরিদগঞ্জ   ২২ টিসহ সর্ব মোট  ২২৪ টি পূজা মণ্ডপ প্রস্তুত করা হয়েছে শারদীয় দূর্গা পূজার জন্য।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com