প্রায় দুই বছর আগে টাঙ্গাইলের রুবেল নামে এক ব্যক্তি ফরিদগঞ্জের সিরাজুল ইসলামের ছেলে আশরাফ হোসেন সোহাগকে অস্ট্রেলিয়া নেয়ার প্রতিশ্রুতি দিয়ে মোট ১৮ লাখ টাকা নেন। কিন্তু বিদেশে না নিয়ে প্রতারণা করার অভিযোগে সাত মাস আগে বাদী চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
মামলার পর গত সপ্তাহে পুলিশ রুবেলকে আটক করে। পরে তিনি জামিনের আবেদন করেন। বাদীপক্ষ জানায়, টাকা ফেরত না দেয়া পর্যন্ত জামিন দেওয়া যাবে না। যদিও বিবাদীপক্ষ ৫০ হাজার টাকা দেওয়ার কথা স্বীকার করে, বাদীপক্ষ তাতে রাজি হয়নি।
এই নিয়ে আদালতে কথাকাটাকাটির এক পর্যায়ে, বিবাদীপক্ষের আইনজীবী আলামিন হোসেন উজ্জ্বল ও ৪৭৭ নং লাইসেন্স নাম্বার আইনজীবী সরকারি হঠাৎ বাদীপক্ষের ওপর হামলা চালায়। এতে বাদীর ভাই কবির হোসেন ও মেহেদী হাসান রাসেল আহত হন। পরে তাদের দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিচারকের সামনেই এই ঘটনা ঘটায় আদালতে উপস্থিত সবার মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিচারক সঙ্গে সঙ্গে রুবেলের জামিন নামঞ্জুর করেন এবং স্পষ্ট জানিয়ে দেন পুরো টাকা ফেরত না দেয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হবে না।
এই ঘটনার পর শোনা যায়, অভিযুক্ত আইনজীবী পক্ষ নিয়ে জেলা আইনজীবী সমিতির কিছু দায়িত্বশীল ব্যক্তি বাদীপক্ষকে চাপ প্রয়োগের চেষ্টা করেন।
আহত কবির হোসেন বলেন, একজন বিচারকের সামনে ক্ষমতার প্রভাব খাটিয়ে হামলা চালানো কোনোভাবেই মেনে নেয়া যায় না। তিনি অভিযুক্ত আইনজীবীর দৃষ্টান্তমূলক শাস্তি ও সদস্যপদ বাতিলের দাবি জানান। সচেতন মহলও দ্রুত এই ধরনের উশৃঙ্খল উকিল ও আইনজীবীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানায়।