জানাযায়, মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়ন বাকরা অজি বাড়ি মাহবুবের স্ত্রী রীনা বেগম তার এক মেয়ের জন্য গর্ভকালীন বা মাতৃদুগ্ধ ভাতা কার্ড করাতে কয়েকদিন যাবৎ মহিলা মেম্বার আন্জুমানার কাছে যাওয়া আসা করছে। তারই ধারাবাহিকতায় গতকাল ৫ অক্টোবর সকালে গিয়ে কার্ড করার বিষয় বল্লে আন্জুমানার প্রথমে পাঁচ হাজার টাকা, পরে তিন হাজার টাকার দাবি করেন। রীনা বেগম টাকা দিতে অপারগতা জানালে তিনি কার্ড করাতে পারবে না বলে বিদায় করে দেন।
পরে রীনা বেগম চেয়ারম্যান গোলাম মোস্তফা কে মহিলা মেম্বারের টাকা চাওয়ার বিষয়টি জানালে তিনি অনলাইনে আবেদন করে রাখতে বলেন।
এবিষয়ে সংরক্ষিত মেম্বার আন্জুমানার কাছে জানতে তিনি টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।