
স্থানীয় সূত্রে জানা যায়,দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার,তের আনিয়া গ্রামের বাসিন্দা জনকচন্দ্র সরকারের স্ত্রী রূপসী রানী সরকার কে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এনামুল ইসলাম পিতা:মৃত: সিকান্দার আলী নসিবপুর থানা কচুয়া জেলা: চাঁদপুর,বর্তমান ঠিকানা: সুজালপুর কলেজপাড়া বীরগঞ্জ দিনাজপুর, কাছ থেকে মোট ৬০০০০০(ছয়)লক্ষ টাকা গ্রহণ করে। পরবর্তীতে চাকরি না দিয়ে টাকা ফেরত চাওয়ায় উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত ব্যক্তি। এক পর্যায়ে দা নিয়ে ভুক্তভোগী নারীকে কোপানোর চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করে।এবং প্রতারক এনামুকে ধরে থানা পুলিশের হেফাজতে প্রদান করে।
এ ঘটনায় ভুক্তভোগী বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরল মানুষদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে!