এ ছাড়াও ১১৩ টি মাছ ঘাট, ৫৪১ বার মাছের আড়ৎ , ১১ টি অবতরণ কেন্দ্র ও ৩২৯ বার স্থানীয় বাজার জেলা টাস্কপোর্স কর্তৃক পরিদর্শন করা হয়েছে। এ ছাড়াও ১ লাখ ৯৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য ৩৯ লাখ ২১ হাজার এবং ৪৯ জন জেলেকে নদীতে মাছ ধরার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে প্রেরিত প্রতিবেদন সূত্রে জানা গেছে ।
জেলা মৎস্য অফিস কর্তৃক প্রেরিত প্রতিবেদন থেকে জানা গেছে-৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের মেঘনা উপকূলীয় সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করবে এবং এ অভিযান চলমান থাকবে বলে চাঁদপুর জেলা মৎস্য অফিস জানিয়েছে।