জানাযায়, মতলব দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের বহরি গ্রামের মোবারক তার নিজের জমির মাটি মিনি কাটিং ড্রেজারের মাধ্যমে বিক্রি করে আছসে দীর্ঘদিন ধরে। এরই মাঝে আশপাশের জমিগুলো ক্ষতির মূখে পরলে বকুল নামে সাবেক এক এএসপি সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার ভূমি সরেজমিনে এসে ড্রেজার টি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে যায়।
সূত্রে জানাযায়, মোবারক ইউনিয়ন ভুমি অফিসার সুমন পালকে ম্যানেজ করে কৌশলে প্রতি বৃহস্পতিবার সন্ধা হতে রবিবার ভোর পর্যন্ত তার মিনি কাটিং ড্রেজারটি চালিয়ে যান।
অভিযোগকারী সাবেক এএসপি বকুল বলেন, তারা কৌশলে ড্রেজারটি চালিয়ে যাচ্ছে বিষয়টি আমি সহকারী কমিশনার ভূমিকে জানালেও কেন কোন ব্যাবস্থা নিচ্ছে না আমি বুঝতে পারি না, আশপাশের জমিগুলো ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনের নির্দেশ অমান্য করার পর কোন পদক্ষেপ না নেয়ায় আমি হতাশায় রয়েছি।
মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, বিষয়টি অবগত করেছেন, আমরা ব্যাবস্থা নিবো।