পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে “ক্লীন চাঁদপুর” সংগঠনের উদ্যোগে বুধবার ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এডভোকেট নুরুল আমিন খান আকাশ। তিনি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণসহ সর্বত্র পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এসময় তিনি বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি দায়িত্ব। আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্ন পরিবেশ গঠনে ভূমিকা রাখা।” বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।