নিজস্ব প্রতিবেদক।।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোঃ নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে দেশের আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো:
চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ ও মানিকগঞ্জ।
বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিনকে জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণায়লয়ে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নয়জনকে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়।