হাইমচরের উত্তর আলগি ইউনিয়নের এই নাসির নিজেকে একটি বেসরকারি টিভি চ্যানেলের কর্মকর্তা পরিচয় দিয়ে বহু মানুষকে ধোকা দিয়েছে। সহজ শর্তে কম সুদের লোনের কথা বলে তিনি প্রায় ৫০ জনের কাছ থেকে টাকা তুলেছিলেন। আবার সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নাকি তাঁর যোগাযোগ এমন দাবি করে সরকারি চাকরির প্রলোভনেও অনেককে টাকা দিতে বাধ্য করেছিলেন।অভিযুক্ত নাসির হোসেন খান হাইমচর উত্তর আলগি ইউনিয়ন আলগীবাজার আদর্শ শিশু নিকেতন সংলগ্ন সরদার বাড়ির রুহুল খানের ছেলে।
অভিযোগ অনুযায়ী, মৃণাল পাল নামের এক ব্যক্তি জানান, হাউজ লোন করিয়ে দেওয়ার কথা শুনে নাসিরকে ৭৫ হাজার টাকা দিয়েছি। কিন্তু পরে কোনো কাজের অগ্রগতি না দেখে তিনি টাকা ফেরত চাইলে নাসির নাকি তাঁকে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দেন।
আরও কয়েকজন একইভাবে প্রতারিত হয়েছেন। হাইমচরের আলামিন গাজীর কাছ থেকে তিন লাখ টাকা, মোহাম্মদ আক্কাসের দেড় লাখ, সবিতা রানীর ৫০ হাজার, ইতি বেগমের এক লাখ এবং রেখা বালার ৪৫ হাজার টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত নাসির খান ও তার স্ত্রী বিপাশা বেগম মিলে এই অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে এখন পালিয়ে রয়েছে।
সবাই পরে একসঙ্গে চাঁদপুর মডেল থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁরা বলেছেন, নাসির তাঁদের কষ্টের টাকা ফিরিয়ে দিক এবং যেন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
এদিকে অভিযোগ উঠার পর থেকে নাসির হোসেন খান পলাতক।