নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে দুইটি আসনে দলীয়
প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী দুই জনকে এই মনোনয়ন প্রদান করা হয়েছে।
চাঁদপুর-১ (কচুয়া): এনায়েত হাসিব
চাঁদপুর-১ (কচুয়া) আসনে গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন পেয়েছেন এনায়েত হাসিব।
তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-গণমাধ্যম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের শুরু থেকে তিনি দলের প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন। দলীয় বিভিন্ন আন্দোলন, প্রচার-প্রচারণা এবং মিডিয়া সমন্বয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আসন্ন নির্বাচনে কচুয়া অঞ্চলে নতুন বিকল্প নেতৃত্ব হিসেবে তাকে বিবেচনা করছে দলটি।
চাঁদপুর-৩ (সদর–হাইমচর): সাংবাদিক মোঃ জাকির হোসেন
চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে প্রার্থী হয়েছেন সাংবাদিক মোঃ জাকির হোসেন।
তিনি বর্তমানে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগতভাবে তিনি একজন অভিজ্ঞ সাংবাদিক এবং দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। তার সঙ্গে সম্পর্কিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কিছু উল্লেখযোগ্য পদ হলো—
জুলাই মঞ্চ চাঁদপুর জেলা কাঠামোর আহ্বায়ক,চাঁদপুর প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য,
নিরাপদ সড়ক আন্দোলন (চাঁদপুর জেলা শাখা)
নির্বাহী সদস্য, বর্ণচোরা নাট্যগোষ্ঠী ও স্বরলিপি নাট্যদলের
উপদেষ্টা এছাড়াও আলোকিত ফাউন্ডেশন, এন ইসলাম এন্ড রাজিয়া ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ
দুইটি গুরুত্বপূর্ণ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সদ্য উঠতি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গণঅধিকার পরিষদ চাঁদপুরে তাদের উপস্থিতি জোরদার করতে চাইছে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
আসন্ন নির্বাচনে দলটির প্রার্থীরা কী ধরনের প্রচার কৌশল গ্রহণ করেন এবং ভোটারদের মাঝে কীভাবে গ্রহণযোগ্যতা তৈরি করেন—এখন সেটিই দেখার বিষয়।