গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর-৩ আসনের জনপ্রিয় প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ (প্রতীক: দেয়াল ঘড়ি)। তিনি বিপনীবাগ এলাকার দোকানপাট, পথচারী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যাবলি, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন মতামত শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমেদ বলেন—
“চাঁদপুরবাসী ন্যায়, শান্তি, সুশাসন ও নিরাপত্তা চায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি কল্যাণভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমাদের মূল শক্তি।”
তিনি আরও বলেন,
“নির্বাচনে বিজয়ী হলে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নদীভাঙন রোধ, ন্যায্য বাজারব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
গণসংযোগে জেলা ও শহর খেলাফত মজলিসের নেতৃবৃন্দও উপস্থিত থেকে বক্তব্য দেন। গণসংযোগে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা ইয়াসিন, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারি ফারুক মুহাম্মদ নোয়াইম, মনির হোসেন শিফন, শহর শাখার সভাপতি সুলতান আহমেদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হামেদ, মোহাম্মদ ইয়াকুব, হেলাল উদ্দিন, মাওলানা সানাউল্লাহ প্রমুখ।
তারা বলেন, এই গণসংযোগ প্রমাণ করে চাঁদপুরের মানুষ পরিবর্তন চায়—সৎ নেতৃত্ব, নৈতিক রাজনীতি ও জনকল্যাণমুখী উন্নয়নের প্রত্যাশা রাখে।
নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন—“খেলাফত মজলিস শুধু প্রতিশ্রুতি দেয় না, কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চায়। জনতার ভোট ও দোয়া আমাদের পথচলার মূল প্রেরণা।”
গনসংযোগ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।