আপনাদের সামনে ডিসি হিসাবে এসেছি নিজেকে জাহির করতে নয়, সেবক হিসাবে কাজ করতে এসেছি। জেলার মধ্যবর্তী এ হাজীগঞ্জ বাজারে কোন ভাবেই যেন হকার বসতে না পারে এজন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবে প্রশাসন। এ নোংরা মানসিকতা থেকে সবাইকে বের হয়ে সহযোগিতা করতে হবে।
আসছে জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ঐতিহাসিক নির্বাচন। কোন ভাবেই এ নির্বাচন পরিবেশকে নষ্ট করা যাবে না। তাই নিজ নিজ দলের ব্যানার পোস্টার দ্রুত সরিয়ে নেওয়ার আহবান। প্রশাসন আপনাদের সাথে আছে শুধু আপনারা প্রশাসনকে সহযোগিতা করলে চমৎকার একটি নির্বাচন উপহার দিতে পারবো।
আপনাদের কাছ থেকে ভালো একট পরিবেশ প্রত্যাশা করছি। সে জন্য এ চাঁদপুর জেলার অন্যতম শহর হাজীগঞ্জকে সুন্দর ভাবে সাজাতে চাই। তার জন্য যানজট নিরলস প্রচেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ হকার উচ্ছেদ অভিযানে সহযোগিতা করতে হবে।
এ উপজেলার মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, ময়লা আবর্জনাসহ সামাজিক নানা অবক্ষয় রোধে আপনাদের সহযোগিতা কামনা করছি। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নতুন বছরে নতুন একটি পরিবেশ আমরা উপহার দিতে চাই। এ জন্য রাস্তার পাশে কোন অবৈধ স্থাপনা রাখতে পারবে না। বালু পরিবহনে সতর্ক সংকেত জানান দিচ্ছে। তাদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
হাজীগঞ্জ উপজেলা রির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, অফিসার ইনচার্জ আব্দুল জব্বারসহ বিএনপি, জামায়াত ইসলামী, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।