মানিক দাসঃ মানবিকতা এখনো হারিয়ে যায়নি চাঁদপুরের একটি ঘটনায় সেটিই আবার প্রমাণ হলো।
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট থেকে চাঁদপুর শহরের পথে চলাচলের সময় ঘটে যায় এক অনন্য মানবিক ঘটনা। একটি সড়ক দুর্ঘটনায় আহতদের সহায়তায় এগিয়ে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ ব্যাগ হারিয়ে ফেলেন এক মোবাইল কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ। তবে সততা ও দায়িত্ববোধের কারণে সেই ব্যাগ আবার ফিরে আসে প্রকৃত মালিকের হাতে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে। সিম্পনি মোবাইল কোম্পানির চাঁদপুর সদর এলাকার সেলস রিপ্রেজেন্টেটিভ মাহবুবুর রহমান বাবুরহাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে একটি সিএনজিতে যাত্রা করছিলেন। পথে সামনে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
মানবিক দায়িত্ববোধ থেকে তিনি সিএনজি থেকে নেমে আহতদের সহায়তায় এগিয়ে যান। সেই সময় অসাবধানতাবশত সিএনজির ভেতরে নিজের কোম্পানির ৫২টি বাটন ফোনসহ ব্যাগটি রেখে যান। পরে সড়কে যানজট তৈরি হলে সিএনজি চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
কিছু সময় পর বিষয়টি বুঝতে পেরে সিএনজি চালক মো. রাজু ব্যাগটি দেখতে পান। তখনই তিনি মানবিকতার পরিচয় দেন। ব্যাগটি নিজের কাছে না রেখে সরাসরি চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে যান এবং ডিউটি অফিসারকে পুরো বিষয়টি জানান।
ডিউটি অফিসার বিষয়টি পুলিশ পরিদর্শক তদন্ত মিন্টু দত্ত কে অবহিত করেন। এরপর ব্যাগে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ব্যাগটি প্রকৃত মালিক মাহবুবুর রহমানের হাতে তুলে দেয়।
ব্যাগটি ফিরে পেয়ে মাহবুবুর রহমান চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও সিএনজি চালক মো. রাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, পুলিশের দ্রুত সহযোগিতা এবং চালকের সততার কারণেই এত মূল্যবান ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পাওয়া সম্ভব হয়েছে।
এই ঘটনায় স্থানীয়রা মানবিক সিএনজি চালক ও পুলিশের দায়িত্বশীল ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এমন ঘটনাই সমাজে মানবিকতার প্রতি আস্থা বাড়ায়।