আসমা আক্তার।।
চাঁদপুরের বর্ণচোরা নাট্যগোষ্ঠীর উদ্যোগে এক সাহিত্যিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের রেড চিলি রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সভা আয়োজন করা হয়।

সভায় সংগঠনের সভাপতি শুকদেব রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাট্যজন শরীফ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোস্তাফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার, সহ-সাধারন সম্পাদক নূরে আলম নয়ন, দপ্তর সম্পাদক সিয়াম খান, সহ-প্রচার সম্পাদক নাজমুল হোসেন বাপ্পি, লিটন, অজিত দত্ত, টিংকু, শুভ্র রহ্মিত, ইখতিয়ার উদ্দিন শিশুসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ ও নবাগত কয়েকজন সদস্য সভায় অংশগ্রহণ করেন। সভায় সাহিত্য ও নাট্যচর্চার গুরুত্ব, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সাহিত্য ও নাট্যচর্চা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন সদস্যদের যুক্ত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, নিয়মিত এ ধরনের সাহিত্যিক মূল্যায়ন সভার মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করা হবে।