বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বিষ্ণুপুর ও কল্যাণপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক গণতন্ত্রের অব্যাহত রেখে সুন্দর ভাবে আমরা নির্বাচন  করতে চাই ——শেখ ফরিদ আহমেদ মানিক

  • আপডেটের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে
মানিক দাস // ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ও কল্যাণপুর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।  বুধবার (২৮ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি ব্যাপক গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গত ১৭ মাসে এই ইউনিয়নে আমাদের নেতা-কর্মীদের সহযোগিতায় অনেক কাজ করা হয়েছে। নদী ভাঙ্গন রোধে আমরা পর্যায়ক্রমে কাজ করে যাব। আমরা-আপনারা মিলে এলাকার উন্নয়ন করতে পারলে সেটা ভালো হবে। আমরা সরকারকে সহযোগিতা করেছি। গণতন্ত্রের অব্যাহত রেখে সুন্দর ভাবে আমরা নির্বাচন  করতে চাই। আপনার রান্না-বান্নার সময় কষ্ট করে উঠান বৈঠকে এসেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি যেন সেই ভালোবাসা নিয়ে কাজ করতে পারি আপনাদের সাথে সেই দোয়া করবেন।
তিনি আরো বলেন, আগে যারা ক্ষমতা ছিল তারা লুটপাট করে খেয়েছে। আর আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এসে প্রথমে মাটি ছুয়েছে। তিনি তখন বলেন আমার এদেশের মাটির টানে আমি এসেছি আমার দেশে। আপনারও তো সবাই জানেন আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন। নিবাচনের দিন সকাল সকাল গিয়ে আপনারা আপনাদের আমানত ধানের শেষে ভোটটা দিয়ে আসবেন।
ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সকাল পৌনে ৯টায় বিষ্ণুপুর ইউনিয়ন আড়ং বাজার থেকে গণসংযোগ করেন। এরপর তিনি সকাল ৯টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় উঠান বৈঠক, সকাল সোয়া ১০টায় ইউনিয়নের মদিনা বাজর বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের উঠান বৈঠক, ইউনিয়নের দাস বাড়িতে ৪নং ওয়ার্ডের উঠান বৈঠক, বেলা সোয়া ১১টায় ৪ ও ৭নং ওয়ার্ডের কাজির বাজার খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে উঠান বৈঠক, বেলা ১২টায় ৮নং ওয়ার্ডের বকাউল বাড়ি বাইতুল আকসা জামে মসজিদ প্রাঙ্গনে উঠান বৈঠক করেন।
বিকেল ৩টায় থেকে সন্ধ্যা পর্যন্ত কল্যাণপুর ইউনিয়নের গণসংযোগ করেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিকেল ৩টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিকেল দাসাদী ছায়রা খাতুন আদর্শ কিন্ডারগার্টেন উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচীর শুরু করেন। এরপর তিনি বিকেল সোয়া ৪টায় ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে উঠান বৈঠক, বিকেল ৫টায় ১ ও ২নং ওয়ার্ডের ১৭নং দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  অ্যাড. মো. কাইয়ুম মোল্লা ও কল্যানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম খানের পরিচারনায় বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, বিষ্ণুপুরের সমন্বয়কারী কাজী রফিকুল ইসলাম মিন্টু, কল্যানপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী মোশারফ হোসেন সিকদার, কল্যানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন বাট প্রমুখ।
গণসংযোগ ও উঠান বৈঠককালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবু তাহের মতিন, জেলা বিএনপি সাবেক সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান কবির, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়াজী, কল্যানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মাস্টার, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশাররফ, সেলিনা রহমান, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com