বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি, শ্রেণী কার্যক্রম বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি  Эффект ранга на известность онлайн-казино Онлайн казино и самые популярные игры на деньги: где и во что рекомендуется участвовать Анализ онлайн-казино: регистрация, акции и денежные ставки ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

লক্ষ্মীপুর জেলায় প্রথম প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ

  • আপডেটের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ১২৮ বার পঠিত হয়েছে

সফিউল আলম টিপু: সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৭ জুলাই ঘোষণা করা হয়। প্রায় ৩৫টি কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে আলোড়ন সৃষ্টি করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। ২০১৪ সাল থেকে প্রায় প্রতিটি পাবলিক পরীক্ষায় প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ ভালোফলাফল অর্জন করে আসছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. নুরুল আমিন জানান, এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট ২৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এর মাঝে ৩৯ জন এ+ অর্জন করে। পাশের হার ৯৯.৬১%। শিক্ষার্থীদের এরূপ সফলতায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মকর্তা-কমচারী এবং সকল ছাত্রী ও তাদের অভিভাবকগণ আনন্দিত। শিক্ষা-শৃঙ্খলা- নৈতিকতা এই মূলমন্ত্রের আলোকে অত্র কলেজের প্রতিটি শিক্ষার্থীকে দেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ কলেজের লক্ষ্য। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটি এবারও জেলায় আলোচনার বিষয়বস্তু।প্রতিষ্ঠানটি ২০১১ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের ব্যবসায় শিক্ষার পথিকৃৎ ঢাকা কমার্স কলেজ এবং বাংলাদেশ ইউনিভাসির্টি অব বিজনেস এন্ড টেকনোলজী (বিইউবিটি) এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারকী। অভিভাবকরা জানান, ছেলে মেয়েদের ফলাফলে আমরা অত্যান্ত আনন্দিত। এই কলেজে লেখাপড়ারমান খুব ভালো। কলেজের অধ্যক্ষ বলেন, আগামীতে আরো

ভালোফলাফলের জন্য অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা প্রয়োজন। তিনি শিক্ষক ও অভিভাবকদেরকে এই ফলাফলের জন্য ধন্যবাদ জানান। ফলাফল বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মো.নুরুল ইসলাম ফারুকী বলেন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের প্রধান লক্ষ্য হলো বিশ^ায়ন ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তাত্ত্বিক শিক্ষাকে বাস্তবতার সাথে সমন্বয় করে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে যোগ্য করে তোলা। সে লক্ষ্যে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ অপধফবসরপ ঈধষবহফধৎ ধহফ ঈড়ঁৎংব চষধহ অনুযায়ী টার্ম পদ্ধডুতে শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়।

এখানে নিয়মিত সাপ্তাহিক, মাসিক ও টার্ম পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে প্র¯তুত করা হয়। প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড সদস্য মিজানুর রহমান ভূঁইয়া বলেন, আমাদের শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করছে। আমাদের শৃঙ্খলা ও পাঠদান সঠিক থাকলে ইন শা আল্লাহ জেলা ছাড়িয়ে একদিন বোর্ডে শীর্ষ হবো। তিনি এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখার জন্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেছেন।

এ ছাড়া রামগঞ্জ মডেল কলেজ ৭১.৩৯%, ডেলটা কলেজ ৯২.২৭%, লক্ষ্মীপুর সরকারি কলেজ ৭৯%, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ ৫৮.৫২%, হায়দারগঞ্জ মডেল কলেজ ৮৩.২০%, দালাল বাজার কলেজ ৫১.৬৭%, রায়পুর রুস্তম আলী কলেজ ৪২.৬১%, রায়পুর সরকারি কলেজ ৫৯.৫৭%, রায়পুর মহিলা কলেজ ৬০.৩৯% শিক্ষার্থী পাশ করেছে।

উল্লেখ্য যে, কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০১৯ খ্রি. উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। ১৭ জুলাই ঘোষিত ফলাফলে এ বোর্ডের সম্মিলিত পাসের হার ৭৭.৭৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন। লক্ষ্মীপুরের ৩৪টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৮ হাজার ৩৩৩ জন। এদের মধ্যে পাস করেছে ৫ হাজার ৭৩৪ জন। এ জেলায় পাসের হার ৬৮.৮১ শতাংশ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com