বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেরা শিক্ষক পুরষ্কারে ভূষিত হাফেজ মো. রশিদ আলমকে সম্মাননা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ১২৮ বার পঠিত হয়েছে

মোঃ রেদওয়ানুল হক মিলন- ঠাকুরগাঁও প্রতিনিধি:

গত ১৫ অক্টোবর কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড. ত্রিগুণা সেন অডিটোরিয়ামে শিক্ষায় বিশেষ অবদানের জন্য ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেরা শিক্ষক’ ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার শিফট ইনচার্জ হাফেজ মো. রশিদ আলমকে ‘মহাত্মা গান্ধী সম্মাননা পদক’ ও সনদ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।

উক্ত পদক ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, যুবমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বাংলাদেশ উপ-হাই কমিশনার তৌফিক হাসান, মেয়র পরিষদ দেবাশীষ কুমার, চিড়া পরিচালক গৌতম ঘোষ, আইসিসিআরের পরিচালক শ্রী গৌতম দে, কলকাতা দুরদর্শনের অধিকর্তা শ্রী অনুরাভ রায়, কবি বীথি চট্টোপাধ্যায়, শ্রী শুভদীপ চক্রবর্তী, কবি শাহ আলম চুন্নু ও চিত্র টিভি তারকা রেজওয়ান আহমেদসহ আরও অনেকে।

পদক ও সনদ প্রদান শেষে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন ‘পুরনো সেই গানের কথা’ বরেণ্য শিল্পীবৃন্দ পরিবেশন করেন।

অন্যদিকে, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার শিফট ইনচার্জ হাফেজ মো. রশিদ আলম শিক্ষায় বিশেষ অবদানের জন্য ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেরা শিক্ষক’ ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ‘মহাত্মা গান্ধী সম্মাননা পদক’ পাওয়ায় গত ২১ অক্টোবর সোমবার অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য, বাবা মায়ের ৭ সন্তানের ৫ম মো: রশিদ আলম। ভাইবোনের সকলেই উচ্চশিক্ষিত। হাফেজ মো: রশিদ আলম ছাত্রাবস্থা থেকে লেখালেখি করেন। এ যাবত তাঁর বহু লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে। তিনি একজন ভালো বক্তাও।

কর্মজীবনের শুরুতে তিনি দিনাজপুর জিলা স্কুলে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। আশৈশব মেধাবি এ শিক্ষক বাংলাদেশ বেতার ও ইলেক্ট্রনিক মিডিয়ায় একজন আলোচক। সাদা মনের মানুষ মো. রশিদ আলম শিক্ষকতার পাশাপাশি শিক্ষা, সাহিত্য, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কাজে জড়িত।

তিনি ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজ, হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, আলঝেইমার সোসাইটি, রেড ক্রিসেন্ট সোসাইটি, কওমী মাদরাসা, কেন্দ্রীয় মসজিদ, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ডায়াবেটিক হাসপাতাল, ইমাম সমিতি, জাতীয় মুফাসসির পরিষদ, স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সহ বহু প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।

গত ২২ অক্টোবর ২০১৭ রবিবার ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব ভিআইপি কনফারেন্স লাউঞ্জে কবি জীবনানন্দ দাশের ৬৩ তম মৃত্যুদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হাফেজ মো. রশিদ আলমকে শিক্ষা-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবি জীবনানন্দ দাশ স্মৃতিপদক-২০১৭ ও মহাত্মা গান্ধী স্বর্ণপদক-২০১৭ প্রদান করা হয়। এছাড়াও তিনি ঈশা খাঁ পদক, মাদার বখ্স পদক, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী তৎপরতা সম্মাননা, মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬ এবং সরকারিভাবে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা অর্জন করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com