শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
Безопасные интернет-казино с мгновенными транзакциями и бонусными предложениями. Наилучшие казино с выгодными бонусами Каким способом онлайн-казино приманивают пользователей с помощью соревнований বাবা চলে যাবার আজ দুই বছর ফরিদগঞ্জে স্বামী স্ত্রীর ঝগড়া //গায়ে  কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দু সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা  জিপিএ ৫ এ সেরা চাঁদপুর সরকারি মহিলা কলেজ // জিপিএ ৫  পেয়েছে ২৭৬ জন // মতলব দক্ষিণে একটি কলের কেউ পাশ করেনি  বিএন‌পি আ‌য়ো‌জিত সাংস্কৃ‌তিক উৎস‌বে ৫ শতা‌ধিক শিশু-‌কি‌শোর‌দের অংশগ্রহ‌ণে ছ‌বি আঁকা প্রতি‌যো‌গিতা বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি, শ্রেণী কার্যক্রম বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি 

ফরিদগঞ্জের আলোনিয়ায় জনস্বার্থে তরুন সমাজ সেবক বিটু পাটওয়ারীর মহতি উদ্যেগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ১৬২ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি ঃ
মরনঘাতি করোনাভাইরাস থেকে সুরক্ষার স্বার্থে চাঁদপুরের ফরিদগঞ্জের আলোনিয়া এলাকায় কামরুল ইসলাম বিটু পাটওয়ারী নামে এক তরুন সমাজ সেবকের মহতি উদ্যেগে তার নিজস্ব জায়গা জনগনের ভীড় এড়িয়ে কেনাকাটার সুবিধার্থে একটি কাঁচা বাজারের আয়োজন করেছিল। কিন্তু এলাকার প্রতিপক্ষ একটি গ্রুপ ওই বাজারটি যেন না বসতে পারে সে জন্য বিভিন্ন অপতৎপরতা চালায়। এখানে অস্থায়ী ভাবে বাজার বসানোর অনুমতি চেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন দিয়েছে কামরুল ইসলাম বিটু পাটওয়ারী।
শুধু তাই নয়, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এনে এখানে কাচাঁ বাজার বসানোর জন্য গ্রামবাসীও গনস্বাক্ষর দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু পূর্ব শত্রুতার জের হিসেবে এলাকাই একটি প্রতিপক্ষ গোপনে থেকে সেই বাজারটি যেন বসতে না পারে সে জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্ঠি করেছে। যার ফলে মানুষ চলমান এই দু ঃ সময়ে ঝুঁকি নিয়েই সামাজিক নিরাপত্তা না মেনে আলোনিয়া এলাকায় সরকারি ভাবে ইজারা দেয়া বাজার থেকেই কেনা কাটা করতে বাধ্য হচ্ছেন অনেকেই।
সংশ্লিষ্ট সুত্র ও এলাকাবাসী জানায়, উপজেলার ১১ নং চরদুঃখিয়া ইউনিয়নের আলোনিয়ায় গুদারাঘাট নামে খ্যাত এলাকাটিতে সাপ্তাহিক হাটের দিনে সামাজিক নিরাপত্তা না মেনেই কেনাকাটা করতে বাধ্য হচ্ছে ক্রেতারা। এ বিষয়টি অনুধাবন করে ওই এলাকারই ৬নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির পাশেই তরুন সমাজ সেবক কামরুল ইসলাম বিটু পাটওয়ারীর তার নিজস্ব জায়গা প্রায় ২৫ শতাংশের মধ্যেই বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে কাঁচা বাজার বসানোর উদ্যেগ নেয়। সে মতেই এ স্থানে সামাজিক নিরাপত্তা মেয়ে ভালোই চলছিল বেচা কেনা। এরই মধ্যে ওই এলাকারই একটি প্রতিপক্ষ তাদের বিভিন্ন অপতৎপরতা চালিয়ে এই বাজারের বিরোধীতা করে আসছে।
এ নিয়ে তরুন সমাজ সেবক কামরুল ইসলাম বিটু পাটওয়ারী বলেন, জনগনের স্বার্থের কথা বিবেচনা করেই আমারই প্রায় ২৫ শতাংশ জায়গায় অস্থায়ী ভাবে আয়োজন করা কাঁচা বাজার বেশ জমেই উঠছিল। এরই মধ্যে এলাকারই একটি প্রতিপক্ষ গ্রুপ এখানে যেন বাজার না বসে সে জন্য তাদের অপতৎপরতা চালায়।
ওই এলাকার ইউপি চেয়ারম্যান বাছির আহাম্মেদ বলেন, এখানে বাজার বসলে আমার কোন আপত্তি নেই।
উপজেলা চেয়ারম্যান এ্যাড জাহিদুল ইসলাম রোমান জানায়, করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে আলোনিয়ায় খোলা জায়গায় কাঁচা বাজার বসিয়ে যদি জনগন উপকৃত হয় তাহলে সেই বাজার বসালে তো কোন ক্ষতি নেই।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com