নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।
দিনাজপুরের হাকিমপুরে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
রোববার ১২ জুলাই বিকেলে উপজেলা পরিষদের হলরুমে নন-এমপিওভুক্ত প্রত্যেক শিক্ষককে ৫ হাজার ও প্রত্যেক কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৩৭ জন শিক্ষক ও ১৭ জন কর্মচারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক বিতরন করলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম এর সভাপতিত্বে চেক বিতরনী সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা,ওসি আব্দুর রাজ্জাক আকন্দ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ অনেকে অন্যান্যরা।