1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু নবাবগঞ্জে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও  এমভি আব্দুল্লাহর নাবিকদের ফুল দিয়ে বরণ দোয়াত কলম মার্কার সমর্থণে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার যৌথ সভা মৈশাদী ও লক্ষীপুর ইউ‌নিয়‌নে চেয়‌ারম‌্যান প্রা‌র্থি না‌জিম দেওয়ানের উঠান বৈঠক ধান মাড়াই-শুকানোয় ব্যস্ত মতলব উত্তরের কৃষকেরা ৯ নং ওয়ার্ডে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গনসংযোগ  এবার বলিউডে পা রাখছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি সেন্সর বোর্ডের নতুন কমিটিতে রয়েছেন যারা

২৮ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৮৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই  পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ২৮ অক্টোবর ২০২০, বুধবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৪৯২ – ক্রিস্টোফোর কলম্বাস কিউবা উপকুল আবিস্কার করেছিলেন।

১৬৩৮ – হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৭২৬ – জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়।

১৮৩১ – মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।

১৮৮৬ – নিউইয়র্ক পোতাশ্রয়ে ভাস্কর ফ্রেডেরিক অগাস্ট বার্থাল্ড কর্তৃক নির্মিত স্টাচু অব লিবার্টি স্থাপন করা হয়।

১৯১৮ – চেকোস্লোভাকিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯২০ – অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম অধিবেশন শুরু করে।

১৯২৯ – ফ্লোরিডায় একটি বিমানে প্রথমবারের মতো শিশু জন্মের ঘটনা ঘটে।

১৯৪০ – ইতালি গ্রিস আক্রমণ করে।

১৯৪৪ – মিত্র বাহিনী ও বুলগেরিয়ার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৫২ – গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।

১৯৬২ – কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সমাপ্তি ঘটে।

১৯৬২ – গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন।

১৯৮৯ – ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়।

১৯৯১ – পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি আবার বিজয়ী হয়।

জন্ম:

১৫৮৫ – কর্নেলিয়াস জান্সেন, তিনি ছিলেন ডাচ বিশপ ও ধর্মতত্ত্ববিদ।

১৬৯৬ – মরিস ডি সাক্সে, তিনি ছিলেন ফ্রান্সের মার্শাল জেনারেল।

১৮০৪ – পিয়ের ফ্রাসোয়া ভেরহুলস্ট, তিনি ছিলেন বেলজিয়ান গণিতবিদ ও তাত্তিক।

১৮৬৭ – ভগিনী নিবেদিতা, আইরিশ বংশোদ্ভূত ভারতীয় নার্সের, শিক্ষাব্রতী ও লেখিকা।

১৯১২ – ব্রিটিশ শারীরবিজ্ঞানী রিচার্ড ডল জন্মগ্রহণ করেন।

১৯১৩ – ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক ডগলাস সেয়ালে জন্মগ্রহণ করেন।

১৯১৩ – ডগলাস সেয়ালে, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯১৪ – নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ প্রাণরসায়নবিদ রিচার্ড লরেন্স মিলিংটন সিঞ্জ জন্মগ্রহন করেন।

১৯১৪ – পোলিও প্রতিরোধক ওষুধের মার্কিন উদ্ভাবক জোনাস সল্ক।

১৯৩৮ – অ্যানা পেরি, তিনি ইংরেজ লেখক।

১৯৫৫ – বিল গেটস, তিনি মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক প্রধান, সফটওয়্যার নির্মাতা ও সাবেক সি ই ও।

১৯৬৩ – ইরোস রামাযোটি্‌, তিনি ইতালীয় গায়ক, গীতিকার ও গিটার।

১৯৬৭ – অভিনেত্রী জুলিয়া রবার্টস।

১৯৮০ – অ্যালান স্মিথ, তিনি একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়।

১৯৮৪ – ওবাফেমি মারটিন্স, তিনি নাইজেরিয়ান ফুটবলার।

মৃত্যু:

০৩১২ – মাক্সেন্টিউস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৬২৭ – মোগল সম্রাট জাহাঙ্গীর।

১৭০৪ – জন লক, তিনি ছিলেন প্রভাবশালী ইংরেজ দার্শনিক ছিলেন।

১৮৯৪ – বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী মৃত্যুবরণ করেন।

১৯০০ – ম্যাক্স মুলার, তিনি ছিলেন বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক।

১৯৫২ – বিলি হিউজেস, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ ও ৭ তম প্রধানমন্ত্রী।

১৯৭১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে সম্মুুখযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান শহীদ হন।

১৯৭৩ – তাহা হুসাইন, তিনি ছিলেন মিশরীয় ইতিহাসবিদ, লেখক ও অধ্যাপক।

১৯৯৮ – টেড হিউজেস, তিনি ছিলেন ইংরেজ লেখক, কবি, নাট্যকার।

২০০৫ – রিচার্ড এরেট স্মোলি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

১৯৭১ – বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশী শহীদ মুক্তিযোদ্ধা।

২০০২ – অন্নদাশঙ্কর রায়, তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews